স্পোর্টস ডেস্ক:এইতো গত সপ্তাহেই তারা ছিলেন তুমুল প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বল হাতে আগুন ঝরিয়েছেন দুই দলের দুই পেস তারকা মুস্তাফিজুর রহমান এবং লুঙ্গি এনগিডি। আইপিএলের সৌজন্যে এবার তারা প্রতিপক্ষ থেকে হয়ে গেছেন সতীর্থ।
ওয়ানডে সিরিজ শেষেই মুস্তাফিজ আর লুঙ্গি উড়ে গেছেন ভারতে। চলতি আইপিএলে তারা দুজন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে গতকাল তারা দিল্লির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। ফিজ আর লুঙ্গির ছবি পোস্ট করে দিল্লি কর্তৃপক্ষ তাদের স্বাগত জানিয়েছে।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে দলের হয়ে খেলা হয়নি কাটার মাস্টারের। দলের সঙ্গে নামতে তাকে অপেক্ষা করতে হবে আরও চার দিন। সবকিছু ঠিক থাকলে নবাগত দল গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে।
আসরের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে দিল্লি। কোভিড প্রটোকলের কারণে খেলতে পারেননি মুস্তাফিজসহ বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার। মাত্র দুইজন বিদেশি নিয়ে খেলতে নেমেছিল রিশভ পন্তের দল। তবে তাতেই বাজিমাত। আসরের হট ফেবারিট রোহিতের মুম্বাইয়ের রানের পাহাড় টপকে গেছে দিল্লি। মুম্বাইয়ের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট এবং ১০ বল হাতে রেখেই জয় পায় দিল্লি।
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন মুস্তাফিজ। আইপিএল খেলতে জাতীয় দল থেকে ছুটি নিতে চাইলেও সাকিব আল হাসানকে কোনো দল নেয়নি। তবে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন তাসকিন আহমেদকে চেয়েছিল লখনৌ সুপারজায়ান্ট। কিন্তু তাসকিন জাতীয় দলের দায়িত্ব ফেলে আইপিএলে যেতে চাননি। বিসিবিও অনুমতি দেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।