স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি ষোড়শ আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে গড়পড়তা বোলিংয়ে ১ উইকেট নিলেও পরের ম্যাচেই ৩ ওভারে দেন ৪১ রান! বোলিং খুবই বাজে হওয়ায় দল থেকে বাদ পড়তে হয়। কিন্তু দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে দেখা যায় মুস্তাফিজের সরব উপস্থিতি। তাকে নিয়ে নিয়মিতই পোস্ট দিয়ে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস।
এবার মুস্তাফিজুর রহমানকে দেখা গেল একটি বাসমতি চাল বিক্রেতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী মুখ হিসেবে। দিল্লি ক্যাপিটালসের সতীর্থদের সঙ্গে বিরিয়ানি খেতে খেতে তিনি দিব্যি হিন্দিতে কথা বলছেন! বেশ কয়েক সিজন ধরেই মুস্তাফিজ আইপিএলে খেলছেন। যে কারণেই হয়তো হিন্দি ভাষাটা তার কিছুটা হলেও আয়ত্ত হয়ে গেছে। মুস্তাফিজকে হিন্দি বলতে দেখে চমকে যাচ্ছেন সমর্থকরা।
একটা সময় তার সঙ্গে কথা বলার জন্য সানরাইজার্স হায়দরাবাদের তখনকার অধিনায়ক ডেভিড ওয়ার্নার বাংলা শিখেছিলেন বলে শোনা যায়! ঘটনাক্রমে দিল্লি ক্যাপিটালসে সেই ওয়ার্নারকেই ফের অধিনায়ক হিসেবে পেয়েছেন মুস্তাফিজ। তাদের ভাব বিনিময় এখন কিভাবে হয়? ওয়ার্নার কি বাংলাটা শিখে গেছেন, নাকি মুস্তাফিজ ইংরেজি আয়ত্ত করেছেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।