বিনোদন ডেস্ক : সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল নাবিলা ইসলাম। নিয়মিত বিজ্ঞাপন, নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি। পাশাপাশি সরব আসছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। তবে ব্যক্তিগত বিষয় খুব বেশি একটা সামনে না আসলেও বেশ কয়েক দিন আগে ফেসবুকে দেখা মিলল হাতে আংটি দেওয়ার ছবি।
প্রথমে বিষয়টা নাটকের দৃশ্য মনে করলেও পরে আরটিভি নিউজ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসি দিয়ে বলেন, হাতে আংটির ছবি ঠিক আছে তবে কিসের জন্য তা এখন বলব না।
এবার তিনি জানালেন সেই আংটির ছবি দেওয়ার রহস্য। সত্যি সত্যি বাগদান হয়নি নাবিলার। এটি ছিল তার অভিনীত নতুন সিরিয়াল ‘গার্লস স্কোয়াড’ সিজন ৩ এর প্রচারণার অংশ!
এই অভিনেত্রী জানান, নতুন সিজনে সিরিয়ালটির গল্পের বড় অংশ তার বিয়েকে কেন্দ্র করে। ফেসবুক লাইভে এসে নাবিলা জানান, দর্শকদের আকৃষ্ট করতেই এমনটি করেছিলেন এ অভিনেত্রী।
নাবিলা আরও বলেন, প্রথম সিজনে মারজুক ভাইয়ের সঙ্গে আমার প্রেম দেখানো হয়েছিল। নতুন এই সিজনে তার এবং আমার বিয়ের বিষয় উঠে আসবে। গল্পটা যেহেতু এটাই, তাই বাগদানের আংটি হিসেবে পোস্ট করেছিলাম। ওটা ছিল শ্রেফ দর্শকদের আকর্ষণ বাড়ানো জন্যই। প্রথম সিজনে দর্শকদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছিলাম। আশা করছি, নতুন সিজনটিও জমে যাবে।
নাটকটিতে নাবিলা ছাড়াও অভিনয় করছেন রুকাইয়া জাহান চমক, সেমন্তী সৌমি, সামিরা খান মাহি, জেরিন, স্বর্ণলতা, অমি, ইমন, মারজুক রাসেল, চাষী আলম, আনন্দ খাদেল, মেহেদী হাসান হৃদয় প্রমুখ।
শুক্রবার (২৪ নভেম্বর) থেকে ‘গার্লস স্কোয়াড’ সিজন ৩ সিরিয়ালটি একটি অনলাইন প্লাটফর্মে মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।