জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের মধুখালীতে একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী পূর্বপাড়ায় এ ঘটনায় মোসা. জবেদা খাতুন (৮৭) নামে এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন।
জবেদা খাতুন মাঝকান্দী পূর্বপাড়ার মৃত জলিল মোল্যার স্ত্রী ও রফিক মোল্যার মা।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম সমকালকে বলেন, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আনুমানিক সাড়ে সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন ণিয়ন্ত্রনে আনি।
এর আগেই একটি বসত ঘরের তিনটি রুম, ঘরে থাকা মালামাল ও একটি রান্না ঘর আগুনে পুড়ে যায়। আগুন লাগার সময় বৃদ্ধা জবেদা বেগম নামাজরত অবস্থায় ছিলেন। বার্ধক্যজনিত কারণে আগুনের বিষয়টা বুঝতে পারেননি তিনি, কিছু না বুঝায় আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না বলে জেনেছি।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এসময় ঘরে থাকা অবস্থায় জবেদা খাতুন নামে এক বৃদ্ধা মারা গেছেন। বিষয়টি আমরা তদন্ত করছি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.