আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে নিলামে নেপোলিয়ানের টুপি বিক্রি হলো ১৯ লাখ ৩২ হাজার ইউরোয়, বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ১৮ লাখ টাকায়।
রোববার এই নিলাম হয়। সেখানেই নেপোলিয়ানের টুপি রেকর্ড দামে বিক্রি হলো। প্রাথমিকভাবে প্রত্যাশা ছিল, নেপোলিয়নের টুপি ছয় থেকে আট লাখ ইউরোয় বিক্রি হবে। এই টুপির মালিক ছিলেন একজন ব্যবসায়ী, গতবছরে তিনি মারা যান। ২০১৪ সালে নেপোলিয়নের একটি টুপি ১৮ লাখ ৮৪ হাজার ইউরোয় বিক্রি হয়। দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ী সেই টুপি কিনেছিলেন। সেই রেকর্ড এবার ভেঙে গেল।
টুপি এত দামি কেন?
বার্তাসংস্থা রয়টার্সকে নিলাম সংস্থার তরফে জানানো হয়েছে, নেপোলিয়নের ১২০টা টুপি ছিল। যে টুপিটি নিলামে বিক্রি হয়েছে, সেটি ওই ১২০টি টুপির মধ্যে একটি। এই ধরনের টুপিকে বলা হয় নেপোলিয়নের ট্রেডমার্ক টুপি। ২০২১ সালে নেপোলিয়নের একটি টুপি লন্ডনে নিলাম হয়েছিল। সেটির ডিএনএ পরীক্ষা করে বলা হয়েছিল, নেপোলিয়ন সেই টুপি পরতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।