আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের পাটনা জেলায় দলিত এক নারী লাঞ্ছনার শিকার হয়েছেন। গতকাল রবিবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করা হয়েছে এবং জোরপূর্বক তাকে প্রস্রাব খাওয়ানো হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
পুলিশ জানিয়েছে, ওই নারী নয় হাজার রুপি লোন নিয়েছিলেন। এর সুদ এক হাজার ৫০০ রুপি হয়েছিল। তিনি তা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তার সঙ্গে এমন অমানবিক অত্যাচার করা হয়েছে।
এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরেকজন কর্মকর্তা বলেছেন, ভুক্তভোগী নারী মাথায় আঘাত পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত ছয়জন পলাতক আছেন। ডিএসপি ফাতুহা এস যাদব বলেছেন, পুলিশের কাছে তথ্য আসে যে একজন নারীর ওপর নির্যাতন চালানো হয়েছে, এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
তিনি আরও বলেছেন, এক হাজার ৫০০ রুপি সুদের কারণে এ ঘটনা হয়েছে। গতকাল শনিবার রাতে ভুক্তভোগী নারী থানায় আসেন এবং লিখিত অভিযোগ করেন। তার অভিযোগ পুলিশ খতিয়ে দেখছে।
অভিযোগে ওই নারী জানান, তিনি রাত ১০টা নাগাদ পাম্প থেকে পানি আনতে যান। এসময় ছয়জন তাকে ধরে ফেলে এবং বিবস্ত্র করে, সেইসঙ্গে নির্মমভাবে মারধর করে। একজন অভিযুক্ত জোরপূর্বক আমার মুখে প্রস্রাব ঢেলে দেয়। তারা আমায় লাঠি দিয়েও মারধর করে। সেখান থেকে কোনোভাবে আমি পালিয়ে থানায় চলে আসি।
বিজেপির মুখপাত্র যোগেন্দ্র এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের কড়া সমালোচনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।