নারী সেজে জেল থেকে পালাল বন্দি

jall

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় নারীর ছদ্মবেশে এক পুরুষ বন্দি জেল থেকে পালিয়েছেন। সম্প্রতি দেশটির কারাবোবো রাজ্যের টোকুয়িতোর এল লিবার্তাডোর কারাগারে এই ঘটনা ঘটে। ২৫ বছর বয়সি এ অপরাধীর নাম ম্যানুয়েল লোরেঞ্জো আভিলা আলভারাদো। যিনি হত্যা ও ডাকাতির মতো ঘটনায় বন্দি ছিলেন। কিন্তু চলতি বছরের মার্চের মধ্যভাগে তিনি জেল থেকে চম্পট দেন।

jall

স্থানীয় একটি সংবাদপত্রের খবরে বলা হয়েছে, ওই দিন দুপুরে কয়েদিদের সঙ্গে স্বজনদের পরিদর্শনের সময়ের পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আভিলা আলভারাদো মাথায় সোনালি রঙের পরচুলা, গাঢ় মেকআপ নিয়ে নারীদের পোশাক পরে অন্য অনেকের সঙ্গে কারাগার থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, এসব জিনিস তার প্রেমিকাই তাকে সরবরাহ করেছে।

আভিলাকে সম্প্রতি রাজ্যের অন্য একটি সংশোধনাগার থেকে টোকুইতো কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু এ কারাগারের রক্ষীদের বোকা বানিয়ে কীভাবে তিনি পালালেন, তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। চার কারারক্ষীকে তদন্তের সম্মুখীনও করা হয়েছে।

মাংসের বিকল্প বিফ রাইস, আলোচনায় নতুন জাতের এই ধান

ভেনেজুয়েলার পুলিশের সর্বোচ্চ চেষ্টার পরও আভিলা ও তার প্রেমিকাকে এখন পর্যন্ত আটক করা যায়নি।