স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে রিজার্ভ ডে-তে মাঠে নামতে পারেননি পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হারিস রউফ ও নাসিম শাহ। ইনজুরিতে পড়ায় ম্যাচে এই দুজনকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তাদের বদলি হিসেবে এশিয়া কাপ দলে ডাক পেয়েছেন শাহনেওয়াজ দাহানি ও জামান খান।
এই দুজনকে দলে অন্তর্ভুক্ত করা নিয়ে এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘ব্যাকআপ হিসেবে জামান খান ও শাহনেওয়াজ দাহানিকে পাকিস্তান দলে ডাকা হয়েছে। আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ইনজুরির কারণে নাসিম-রউফ সাতদিনের জন্য ছিটকে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। বিবৃতিতে তারা আরও জানায়, ‘দলের মেডিকেল প্যানেলের অধীনে হারিস ও নাসিম পর্যবেক্ষণে থাকবে। আগামী সাতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে দুই পেসারকে।’
এই দুজনের বদলি হিসেবে অন্য দুজন পেসার দলে অন্তর্ভুক্ত করার জন্য এসিসির টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এই ব্যাপারে তারা আরও জানায়, ‘কেবল তাদের (নাসিম-রউফ) রিপ্লেসমেন্টের জন্য পিসিবি আবেদন করবে।’
আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে নামবে বাবরের দল। ফাইনালে যাওয়ার সহজ সমীকরণ মেলাতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। এরপর অক্টোবরে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে। ভারতের মাটিতে এবার বিশ্বকাপ আসর বসবে আগামী ৫ অক্টোবর থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।