স্পোর্টস ডেস্ক : বিপিএল শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আপত্তিকর আচরণ করেছিলেন ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেন। আজ তার নৈপুণ্যেই খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে ঢাকা। ম্যাচ শেষে সেই সাংবাদিকের সঙ্গে করা আচরণের জন্য ক্ষমা চাইলেন নাসির।
সংবাদ সম্মেলনে এ বিষয়ক প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘এ জন্য আমি সরি। আসলে আমি উনাকে চিনতে পারি নাই। অনেক দিন মিরপুরে আসি নাই তো এ জন্য। আমি উনার কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি।
বিপিএল শুরুর আগের দিন গত পরশু সংবাদ সম্মেলনে এসে তিনি বিতর্কে জন্ম দিয়েছেন। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি কে ভাই?’ এ সময় তার পেছনে দাঁড়িয়ে হাসছিলেন ইয়াসির আলী রাব্বি। যিনি নিজেও খুলনা টাইগার্সের অধিনায়ক! এরপর থেকেই দেশের ক্রিকেটাঙ্গন এবং মিডিয়ায় শুরু হয় বিতর্ক। প্রেস কনফারেন্সে একজন সাংবাদিকের সঙ্গে নাসির যে আচরণ করলেন, সেটাকে ‘অপেশাদার’ বলছেন সবাই।
একটা সময় নাসির ছিলেন জাতীয় দলের অপরিহার্য অলরাউন্ডার। ‘ফিনিশার’ হিসেবেও খ্যাতি ছিল। কিন্তু মাঠের বাইরে নানা বিতর্কের জন্ম দিয়ে তিনি ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন। এসব বিতর্কের সিংহভাগই নারীঘটিত। যার প্রভাব পড়ে তার পারফর্ম্যান্সে। ২০১৮ সালের পর থেকে তাকে জাতীয় দলের আশপাশে দেখা যায়নি। এবারের বিপিএল বিতর্ক দিয়ে শুরু করলেও দুঃখপ্রকাশের মাধ্যমে তার ইতি টানলেন নাসির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।