বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম খ্যাতনামা তারকা হলেন নাসিরউদ্দিন শাহ । ৭০-৮০ এর দশকের এই অভিনেতা কমার্শিয়াল ছবির পাশাপাশি মূলধারার ছবিতেও অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার বয়স আজ ৭২ বছর। স্ত্রী, পুত্র-কন্যা নিয়ে ভরা সংসার তার।
নাসিরউদ্দিন শাহের জন্ম হয়েছিল ১৯৫০ সালের ২০শে জুলাই। উত্তরপ্রদেশে জন্ম হয়েছিল তার। তিনি ১৯৭৫ সালে অভিনয়ের দুনিয়াতে পা রেখেছিলেন। তারপর থেকেই ‘মাসুম’, ‘পহেলি’, ‘ইকবাল’, ‘ম্যায় হু না’, ‘মোহরা’, ‘দ্য ডার্টি পিকচার’ এর মত একাধিক সুপার হিট ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় কেরিয়ার যেমন রঙিন তেমনই ব্যক্তিগত জীবনও কম আকর্ষণীয় ছিল না।
নাসিরুদ্দিন শাহর বয়স যখন ছিল ১৯ বছর, তখনই তিনি বিয়ের পিঁড়িতে বসেন। তাও আবার তার থেকে ১৫ বছরের বড় পাত্রীর সঙ্গে। ১৯ বছরের নাসিরুদ্দিন ৩৪ বছর বয়সী পাকিস্তানি কন্যা পরভিনকে বিয়ে করেন। তাদের এক কন্যা সন্তানও রয়েছেন। নাম তার হিবা। কিন্তু মেয়ের জন্মের পরই নাসিরউদ্দিন এবং পরভিনের সম্পর্কের অবনতি হতে শুরু করে।
নাসিরউদ্দিন এবং পরভিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর মেয়েকে নিয়ে পরভিন পাকিস্তানে ফিরে যান। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি অভিনেত্রী রত্না পাঠককে বিয়ে করেন। এরপর তাদের দুই পুত্র সন্তানের জন্ম হয়। তাদের নাম ইমাদ শাহ এবং ভিভান শাহ। হিবাও এখন তার বাবার সঙ্গেই থাকেন।
আসলে নাসিরুদ্দিনের প্রথম পত্নী পরভিনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। মায়ের মৃত্যুর পর হিবা ভারতবর্ষে তার বাবার কাছেই এসে রয়েছেন। শুধু তাই নয় তিনিও বাবার মতই অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন। নাসিরউদ্দিনের মেয়ে হিবা হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। অভিনয়ের মাধ্যমে তিনিও ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। হিবার বয়স এখন ৫২ বছর। এই বয়সেও গ্ল্যামার উপচে পড়ছে তার চেহারায়। যারা হিন্দি সিরিয়ালের ভক্ত তারা হিবাকে ভাল মতই চেনেন।
সৌন্দর্যের দিক থেকে অভিনেত্রীদেরও টেক্কা দেবে রবি কিষাণের মেয়ে
হিবা একসময় জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’তে দাদিসার অল্প বয়সের চরিত্রে অভিনয় করতেন। এছাড়াও বেশ কিছু সুপারহিট সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজে তাকে কাজ করতে দেখা গিয়েছে। ‘আফসোস’সহ বেশ কিছু ওয়েব সিরিজ রয়েছে হিবার কেরিয়ারের ঝুলিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।