বিনোদন ডেস্ক : প্রেম আমার সিনেমার টাইটেল ট্র্যাকে রানু মন্ডলের সঙ্গে রোম্যান্স-এ মাতলেন এক যুবক। মুহূর্তে ভাইরাল ভিডিও। এই সোশ্যাল মিডিয়ায় হাত ধরে কত প্রতিভা বলুন বা কীর্তি উঠে আসে নেটমাধ্যমে তার কোনো ইয়াত্তা নেই। আর প্রতিভার কথা বলতে গেলে জলজ্যান্ত উদাহরণ এই রানু মন্ডল। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। একসময় রানাঘাট স্টেশনে ভিক্ষাবৃত্তি করে তার দিন কাটতো।
জনপ্রিয় বাংলা গানে হাঁটুর বয়সী যুবকের সঙ্গে রোমান্স রানু মন্ডলের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও –
এরপর অতীন্দ্র নামের এক সমাজ সেবকের হাত ধরেই তিনি ফিরে আসেন সমাজের মূল স্রোতে। তার গাওয়া ‛এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। রাতারাতি গানের জোরে সেলিব্রেটিও বনে যান। শুধু তাই নয় এরপর হিমেশ রেশমিয়ার হাত ধরে ‛তেরি মেরি কাহিনী’ গান রেকডিংও করেন। তার জনপ্রিয়তা তখন আকাশ ছোঁয়া। এভাবেই কেরিয়ারে তার যাত্রা শুরু হয়েছিল।
যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। নিজের দোষেই আজ হারিয়েছেন সেই জায়গা। এখন রানাঘাটের সেই ভাঙা চোরা বাড়িতেই তার বাস। কোনো মতে তার দিন চলে। এখন থাকেনা কোনো গানের রেকডিং। এমনকি থাকেনা কোনো স্টেজ শো। তবে, মাঝে মধ্যেই তার বাড়িতে ভিড় জমান ইউটিউবাররা। আর তাদের দৌলতেই ভিডিওতে (Video) মুখ দেখা যায় রানুর।
জনপ্রিয় বাংলা গানে হাঁটুর বয়সী যুবকের সঙ্গে রোমান্স রানু মন্ডলের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও –
কখনও গান গেয়ে, কখনও নাচ করে, আবার কখনও বেফাঁস মন্তব্যের জেরে উঠে আসেন সংবাদের শিরোনামে। তবে, এবার এক যুবকের সঙ্গে নাচের ভিডিওতে দেখা মিললো রানুর। যেখানে দেখা যাচ্ছে উঠোনের মধ্যে দাঁড়িয়ে রানু। পরণে সবুজ রঙের লং ড্রেস। একজন যুবক গানের সঙ্গে মিলিয়ে রানুর সঙ্গে রোম্যান্স করতে ব্যস্ত। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‛প্রেম আমার’ সিনেমার গান ‛দু চোখে প্রেমেরই নেশা খোঁজে আজ শরীরী ভাষা’।
যদিও রানু ওই যুবকের সঙ্গে কম্ফোট নয় বলেই দেখা যাচ্ছে। ‛Bong_teenagers’ নামের একটি প্রোফাইল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ৩৭ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সম্প্রতি রানুর সঙ্গে ওই যুবকের রোম্যান্সের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।