বিনোদন ডেস্ক : হাতে নেই কোনো সিনেমা বা নাটকের কাজ। তারপরেও থাকেন সংবাদের শিরোনামে। কখনো উদ্ভট পোশাক বা সাজের জন্য সবসময় ট্রলের শিকার হন। তবে এসবে যেন কোনো যায়-আসে না এই অভিনেত্রীর। সে তার মতো অবিচল।
বলিউডের এই বির্তকিত সেনসেশন এবার গড়লেন এক নতুন রেকর্ড। গুগল সার্চইঞ্জিনের এক পরিসংখ্যান জানাচ্ছে, ‘মোস্ট সার্চড এশিয়ানসদের’ তালিকায় তিনি চলে এসেছেন এমন এক নম্বরে যা পিছনে ফেলে দিয়েছে শিল্পা শেঠি, কিয়ারা আদবাণী এমনকি কঙ্গনা রানাওয়াতকেও। সার্চ লিস্টে উরফির স্থান ৫৭ নম্বরে। খবর
কী এই ‘মোস্ট সার্চড এশিয়ান্স’? অর্থাৎ গুগুল সার্চইঞ্জিনে এশিয়ান কোন তারকার নাম সবচেয়ে বেশিবার সাধারণ মানুষ খুঁজে বের করেছে তার এক তালিকা– সেই তালিকাতেই রীতিমতো চমকে দেওয়ার মতো ফল করেছেন উরফি। খবর এশিয়ানেট নিউজ।
প্রথম দশে কারা রয়েছেন দেখে নেওয়া যাক :
১। বিটিএস ২। জুংকুক ৩। সিধু মুসেওয়ালা ৪। জিমিন ৫। লতা মঙ্গেশকর ৬। লিসা ৭। ক্যাটরিনা কাইফ ৫। আলিয়া ভাট ৬। প্রিয়াঙ্কা চোপড়া ১০। বিরাট কোহলি
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.