বিনোদন ডেস্ক : আমেরিকান গায়িকা, গীতিকার এবং ব্যবসায়ী বিয়ন্সে তার পারফিউম ব্র্যান্ডের নতুন সুগন্ধি উন্মোচন করেছেন। ‘কুইন বে’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার নতুন পারফিউম ‘সি নোয়ার’ উন্মোচন করে একটি ভিডিও শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে গায়িকা তার ব্র্যান্ডের নতুন পারফিউমটি প্রকাশ করেন ভক্তদের উদ্দেশ্যে। ভিডিও বার্তায় বিয়ন্সে জানান, বেশ কয়েক বছরের কাজের পর ‘সি নোয়ার’ আনবক্সিং করা হলো।
গায়িকা তার কেস থেকে নতুন পারফিউমের বোতলটি উন্মোচন করে বলেন, ‘আপনারা এখন পারফিউমটির অন্তরাত্মা দেখতে পাচ্ছেন।’ পপতারকা তারপর নিজের ঘাড়ে পারফিউমটি স্প্রে করে বলেন, ‘আমি আসলে এটি শো চলাকালীন কয়েকবার স্প্রে করেছি। এটি সতেজ রাখে।’
বিয়ন্সের পারফিউমের ওয়েবসাইট অনুসারে, উন্মোচন করা নতুন সুগন্ধিটি বিয়ন্সের নিজের ডিজাইন করা।
এতে ক্লেমেন্টাইন, সোনালি মধু, গোলাপের পাপড়ির নরম নির্যাস, জুঁই ফুল, নামিবিয়ান গন্ধরস এবং সোনালি অ্যাম্বারের নির্যাস রয়েছে, যা এটিকে বিশেষ করে তুলেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় গায়িকার অনুরাগীরা যারা সুগন্ধি কিনতে চান তারা ৫০ এমএলের বোতলটি এখন অনলাইনে ১৬০ ডলারের বিনিময়ে প্রি-অর্ডার করতে পারবেন বলেও জানানো হয়েছে ওয়েবসাইটে। এটির শিপিং শুরু হবে আগামী মাসে।
গ্লোবাল সুপারস্টার প্রথম ২০০৪ সালে সুগন্ধি ব্যবসায় প্রবেশ করেন।
২০১০ সালে ‘হিট’, ২০১১ সালে ‘পালস’ এবং ২০১৪ সালে ‘রাইজ’ সুগন্ধি বিশ্ববাজারে আনেন বিয়ন্সে। ‘হিট’ এখন পর্যন্ত গায়িকার সবচেয়ে সফল সুগন্ধি। এটি তারকা মালিকানাধীন পারফিউমগুলোর মধ্যে সর্বকালের সর্বাধিক বিক্রীত একটি পারফিউম।
বর্তমানে বেশির ভাগ তারকা সুগন্ধি জগতে পা রাখছেন। ব্রিটনি স্পিয়ার্স, জেনিফার লোপেজ, জেসিকা সিম্পসন, ক্যাটি পেরি ও লেডি গাগা, সকলেই তরল সোনায় নিজেদের পুঁজি বিনিয়োগ করছেন।
সূত্র : দ্য হলিউড রিপোর্টার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।