স্পোর্টস ডেস্ক : ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলকে বলা হয় চিরপ্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপ ফুটবল আসলেই এই দুই দেশের প্রশ্নে ভাগ হয়ে যান ফুটবলভক্তরা। তবে হাল আমলে এই দুই দেশের সবচেয়ে বড় দুই ফুটবল তারকা লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের মধ্যে চরম বন্ধুত্ব। বার্সেলোনায় এই দুজন একসঙ্গে খেলেছেন ৪ বছর, ফরাসি ক্লাব পিএসজিতেও একসঙ্গে ২ বছর মাঠে নেমেছেন।
মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক কেমন সেটা দেখা গিয়েছিল ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনাল শেষে। সে সময় মেসিকে জড়িয়ে ধরে নেইমারের কান্না এবং ড্রেসিংরুমে দুজনের আড্ডার ছবি নিয়ে আলোচনা কম হয়নি। বিশ্বকাপ জয়ের পর বন্ধু মেসিকে নিয়ে নেইমারের শুভেচ্ছা বার্তাও মন কেড়েছে ফুটবল ভক্তদের।
পিএসজি থেকে মেসির বিদায়ের সময়ও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নেইমার। মাঠ থেকে বিদায় তো দিয়েছেনই, মেসির বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার। নেইমার লেখেন, ‘ভাই.. আমরা যেভাবে ভেবেছিলাম তেমন হয়নি কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরো ২ বছর খেলতে পারা খুব আনন্দের ছিল। তোমার নতুন মঞ্চে শুভকামনা এবং সুখী হও। ভালোবাসি তোমাকে।’
নেইমারের কথার জবাব দিতে দেরি করেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির প্রত্যুত্তরও ছিল যথেষ্ট আবেগঘন।
মেসি লিখেছেন, ‘ধন্যবাদ নেইমার। সবকিছু বাইরে রেখে, আমরা আবারও একসঙ্গে খেলা উপভোগ করেছি এবং একেকটি দিন ভাগ করে নিয়েছি। তোমার জন্যও শুভকামনা।… তুমি একজন ভালো মানুষ এবং দিনশেষে এটিই মূল জিনিস। আমি তোমাকে খুব ভালোবাসি নেইমার।’
নতুন করে আবারও বন্ধুত্বের অনন্য নজির স্থাপন করলেন নেইমার। সম্প্রতি ব্রাজিলের একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘ছেলে হলে কী নাম রাখবেন?’ নেইমার এক শব্দে উত্তর দেন, ‘মেসি’।
ইনস্টাগ্রামে বাবা হওয়ার খবর দিয়েছিলেন নেইমার। তখন ছেলে সন্তান হওয়ার ঘোষণাই দিয়েছিলেন তিনি। পরে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি কন্যা সন্তান হওয়ার ঘোষণো দেন। প্রেমিকা ব্রুনার ভবিষ্যদ্বাণীই সঠিক ছিল। মূলত নেইমার তার ভবিষ্যৎ ছেলে সন্তানের কথা ভেবে ‘মেসি’ নাম রাখার কথা বলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।