বিনোদন ডেস্ক : একটা সময় বলিউডের কমবেশি সব ছবিতেই দেখা মিলত কৌতুক অভিনেতা জনি লিভারের। পরিচালকদের ‘লাকি চার্ম’ ছিলেন এই কমেডিয়ান অভিনেতা।
নব্বইয়ের দশকে বছরে এক ডজনেরও বেশি ছবিতে কাজ করতেন জনি লিভার। কিন্তু এখনকার সময়ে দেখা যায় বছরে দুয়েকটার বেশি ছবিতে দেখা যায় না তাকে। নিজেই সরে গেছেন নাকি কারণে পড়ে এমন দূরত্ব এমন প্রশ্ন জাগতেই পারে।
তবে জনির আক্ষেপের তীর নায়কদের ওপর। আন্তর্জাতিক গণমাধ্যমে জনি লিভার জানান কমেডি ছবির বাজার এখন আর আগের মতো নেই। তার অভিযোগ, ‘কখনও কখনও হিরোরা ভয় পেত, এর জেরে তার দৃশ্যে কাঁচি চালানো হত। তার সিন থেকে নায়করা নিরাপত্তাহীনতায় ভুগতো। এমনকি লেখকদের বলতো ওদের যেন কমেডি দৃশ্য দেওয়া হয়। এরপর কমেডি দৃশ্যগুলো লেখকরা ভাগ করে দিতে শুরু করল। ধীরে ধীরে তার চরিত্রগুলো ছোট হতে শুরু করল, আজ তো কমেডিই আর নেই ছবিতে।’
দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে ৩০০-র বেশি ছবিতে কাজ করেছেন জনি লিভার। ‘তুম পার হাম কুরবান’ ছবির সঙ্গে তার বলিউড সফর শুরু। প্রথম ছবিতেই কিস্তিমাত করে বসেন জনি লিভার। এই ছবিতে অভিনয় করে বলিউড পরিচালক তথা অভিনেতা সুনীল দত্তের নজরে পড়ে যান তিনি। এরপর ‘দর্দ কা রিশতা’ ছবিতে সুনীল দত্ত তাকে একটি চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। এরপর আর তাকে কখনও ঘুরে তাকাতে হয়নি।
বড় পর্দায় ব্রেক পাওয়ার আগে ‘মিমিক্রি আর্টিস্ট’ হিসাবে কাজ করতেন জনি লিভার। শখের বশে স্ট্যান্ডআপ কমেডিও করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে জনি পেয়েছেন সম্মাননাও। ‘দুলহে রাজা’ এবং ‘দিওয়ানা মাস্তানা’ ছবির জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, সেরা কৌতুকাভিনেতা হিসাবে। তার ঝুলিতে রয়েছে আরও ১৩টি ফিল্মফেয়ার নমিনেশন।
ছবিতে কাজ পাওয়া কমলেও জনি লিভারের অনুরাগীর সংখ্যা কিন্তু কম নয়। নতুন প্রজন্ম তাকে দেখে শিখতে পারে কেমনভাবে ‘ডবল মিনিং’য়ের শব্দ এবং ‘গালিগালাজ’ ছাড়াও দর্শক হাসানো যায়। সম্প্রতি রোহিত শেঠির ‘সাকার্স’ ছবিতে দেখা গিয়েছে তাকে। ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও জনি লিভারের পারফরম্যান্স মন ছুঁয়েছে দর্শকদের। বাজিগর ছবির ‘বাবুলাল’-এর আক্ষেপ, ‘সেইসময় পরিচালকরা আমরা উপর ভরসা করত। অনেক দৃশ্যে নিজের মতো করে অভিনয় করেছি, যা কমেডি দৃশ্যগুলোকে আরও সুন্দর করে তুলতো’।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।