বিনোদন ডেস্ক : কিয়ারা আদভানি বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে শুন্য থেকে শীর্ষে উঠে এসেছেন এই নায়িকা। দর্শকপ্রিয়তার দিক থেকেও সমসাময়িক অন্য সবার চেয়ে খানিকটা এগিয়ে তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিয়মিত মুগ্ধ করছেন অনুরাগীদের।
তবে এবার অভিনয় দিয়ে নয়, শৈশবের একটি ভিডিও দিয়ে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা।
সম্প্রতি, অভিনেত্রীর একটি শৈশবের পুরনো ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে যা ভক্তদের দারুণ উচ্ছ্বসিত করেছে। ভিডিওটি দেখে ধারনা করা হচ্ছে এটি কিয়ারার মায়ের রেকর্ড করা। ভিডিওটিতে শিশু কিয়ারাকে একটি সাইকেল চালাতে দেখা যায় এবং বলতে শোনা যায়, ‘মা, আমি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছি।
এখন আমি যেতে চাই।’ এর উত্তরে কিয়ারার মা বলেন, ‘বাই সোনা।’ কিয়ারাও মাকে বিদায় জানিয়ে সাইকেল চালানো শুরু করে। শু কিয়ারার মিষ্টি ভিডিওটি বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মাঝে।
কিয়ারার এমন লুক দেখাটা অনেকটা অপ্রত্যাশিতই ছিল ভক্তদের জন্য। ভিডিওটি দেখার পর একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছেন অনুরাগীরা। কেউ বলছেন, ‘কিয়ারা এখন যেমন, শৈশবেও এমন দুর্দান্ত কিউট ছিলেন।’ কেউ কেউ বলছেন, ‘কিয়ারা-সিদ্ধার্থের সন্তানও এমন কিউট হবে।’ অনেকের মতে, শৈশব থেকেউ অনেক বুদ্ধিমতি কিয়ারা।
কিয়ারাকে সর্বশেষ দেখা গেছে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’তে। সামনে অভিনেত্রীকে রামচরণের অ্যাকশন ড্রামা ‘গেম চেঞ্জার’-এ দেখা যাবে।
‘সামি সামি’ গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও
ব্যক্তি জীবনে অভিনেত্রী চলতি বছরের ফেব্রুয়ারিতে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেন। জানা গেছে, তাদের চলচ্চিত্র শেরশাহের শুটিং চলাকালীন এই জুটি একে অপরের প্রেমে পড়েছিলেন এবং দীর্ঘদিনের রোমান্সের পর বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি।
সূত্র : পিঙ্কভিলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।