জুমবাংলা ডেস্ক : শপথ গ্রহণ ও প্রথম দিনের অফিস শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার।
রোববার বিকেলে পঙ্গু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে ভর্তি থাকা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।
এদিকে দায়িত্ব নেয়ার পর পরই আহতদের খোঁজ নেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারা। একই সঙ্গে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচনের আয়োজনে নিজেদের প্রত্যাশার কথাও তুলে ধরেন।
এর আগে, প্রথমবারের মতো নির্বাচন কমিশন ভবনে যান নবনিযুক্ত সিইসি ও অন্য চার কমিশনার। সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন সিইসি।
রোববার দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) আবদুর রহমানেল মাসুদ, যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত) বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।