প্রাথমিকের সমাপনী পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রাথমিকের সমাপনী পরীক্ষা

জুমবাংলা ডেস্ক : চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা বাদ হওয়ার পর এবার প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষাও হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিকের সমাপনী পরীক্ষা
সোমবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ার কথা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের ওপর গুরুত্ব দিচ্ছি। তাই এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না।

এর আগে রোববার চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু করে সরকার। পরে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ইবতেদায়ি সমাপনী পরীক্ষাও চালু করা হয়। এরপর ২০১০ সালে শুরু হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জেএসসি পরীক্ষা।

মাদরাসা শিক্ষার্থীদের জন্য চালু করা হয় জেডিসি। কিন্তু এসব পরীক্ষা নিয়ে সমাজে দেখা দেয় নানামুখী বিতর্ক। শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ পড়ায় অনেক অভিভাবকসহ বিভিন্ন মহল এসব পরীক্ষা বাতিলের দাবি করে আসছিলেন।

করোনা মহামারীর কারণে গত দু’বছর স্থগিত ছিল এসব পরীক্ষা হয়নি। নতুন শিক্ষাক্রমেও এসব পরীক্ষার কথা উল্লেখ নেই। দশম শ্রেণিতে পাবলিক পরীক্ষা (এসএসসি ও সমমান) নেয়ার কথা বলা হয়েছে।

এদিকে আগামী বছর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে।

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সময়সূচী প্রকাশ