জুমবাংলা ডেস্ক : তিনদিনের ছুটিতে সাজেক ভ্যালি যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী (১২-১৪ মে) সেখানে ছুটি কাটানোর কথা রয়েছে। এসময়ে পর্যটনসহ রিসোর্ট ও কটেজ চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আাগে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক সাজেকে কিছু রিসোর্ট বুকিং করা হয়েছে। রাষ্ট্রপতি ও উনার সফরসঙ্গীরা যেখানে থাকবেন সেগুলো ছাড়া বাকি রিসোর্ট ও কটেজগুলো সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। এর আগে সাজেক রিসোর্ট মালিক সমিতির ফেসবুক পেজে জানানো হয়, রাষ্ট্রপতি সাজেক সফর উপলক্ষে আগামী ১০ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সকল রিসোর্ট বন্ধ থাকবে।
ওমানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম মৌলভীবাজারের সাঈদ আলম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।