আন্তর্জাতিক ডেস্ক : গতকাল রোববার ভারতের কলকাতা শিক্ষা অধিদফতরের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রধান শিক্ষকদের উদ্দেশে দুটি বিষয়ে নির্দেশ দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক।
সেই বার্তায় বলা হয়- শিক্ষকদের নিয়মিত হাজিরা দিতে হবে। নির্দিষ্ট সময়ের পরে এলে শিক্ষকদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না। শুধু তাই নয়, শিক্ষকদের পোশাক নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
কলকাতার জেলা স্কুল পরিদর্শকের (ডিআই) হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, শিক্ষকরা জিন্স বা ইনফর্মাল কোনো পোশাক পরে স্কুলে আসতে পারবেন না। শিক্ষকদের পোশাক নিয়ে বিতর্ক তৈরি হলে ১২ ঘণ্টার মধ্যে সেই নির্দেশ প্রত্যাহার করে নেন ডিআই।
এ ব্যাপারে ডিআই সঞ্জয় চট্টোপাধ্যায়ের বক্তব্য- শিক্ষক-শিক্ষিকাদের পোশাক নকল করার একটা প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়। ফলে শিক্ষকরা জিন্স বা ইনফর্মাল জাতীয় কোনো পোশাক পরে আসলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনে বিরূপ প্রভাব পড়তে পারে। সেই কারণে এমন বার্তা পাঠানো হয়েছিল।
তবে ডিআইয়ের এমন যুক্তি মানতে চাইছেন না শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। তাদের বক্তব্য, শিক্ষক-শিক্ষিকারা কী পড়াচ্ছেন তার ভিত্তিতে বিশ্লেষণ করা উচিত, তারা কী পরছেন তার ভিত্তিতে নয়। তাদের বক্তব্য- জিন্স কোনো অশ্লীল পোশাক নয় বা অপসংস্কৃতির প্রতীক নয়। তাই ডিআইয়ের এ ধরনের নির্দেশিকাকে বিস্ময়কর বলে মনে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।