রাজস্ব আদায়ে নতুন রেকর্ড

জুমবাংলা ডেস্ক : অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমসে সদ্য সমাপ্ত ২০২২–২০২৩ অর্থবছরে (জুলাই–জুন) ৬১ হাজার ৪৬৪ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। যা রাজস্ব আদায়ে নতুন রেকর্ড। গত ২০২১–২২ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৫৯ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। রাজস্ব আদায়ে আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ৩ দশমিক ৯০ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার হিসেবে ১৭ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি কমেছে। কাস্টমসের কর্মকর্তারা বলছেন, ডলার সংকটের কারণে উচ্চশুল্কের পণ্য আমদানি কমে গেছে। তাই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে মিথ্যা ঘোষণায় আমদানি ঠেকাতে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কার্যক্রম জোরদার করায় কারণে রাজস্ব আদায়ে গতি বেড়েছে। এছাড়া কোনো আমদানিকারক মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করলে সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হয়েছে। এতেও রাজস্ব আয় বেড়েছে।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসে ২০২২–২০২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। এরমধ্যে জুলাই মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৪৮২ কোটি টাকা, আদায় হয় ৪ হাজার ৭৮১ কোটি ২১ লাখ টাকা। আগস্ট মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ হাজার ৬৬১ কোটি টাকা, আদায় হয় ৫ হাজার ৪৯৮ কোটি ৪৮ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৬৫২ কোটি টাকা, আদায় হয় ৫ হাজার ১০৫ কোটি ১৮ লাখ টাকা। অক্টোবর মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৫৫৭ কোটি টাকা, আদায় হয় ৪ হাজার ৯১৮ কোটি ৬৫ লাখ টাকা। নভেম্বর মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৬০৪ কোটি টাকা, আদায় হয় ৫ হাজার ৪৭৯ কোটি ৫৬ লাখ টাকা। ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৬০৪ কোটি টাকা, আদায় হয় ৪ হাজার ৩৮৮ কোটি ৫ লাখ টাকা। জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৬৫২ কোটি টাকা, আদায় হয় ৪ হাজার ৭৪৪ কোটি ৬১ লাখ টাকা। ফেব্রুয়ারি মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ হাজার ৭৫৫ কোটি টাকা, আদায় হয় ৪ হাজার ২৮৭ কোটি ৭৯ লাখ টাকা। মার্চ মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৮৪০ কোটি টাকা, আদায় হয় ৫ হাজার ৫২ কোটি ৫২ লাখ টাকা। এপ্রিল মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৮৪০ কোটি টাকা, আদায় হয় ৪ হাজার ৫৩৪ কোটি ৫ লাখ টাকা। মে মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ হাজার ৭১৭ কোটি টাকা, আদায় হয় ৬ হাজার ৩০৮ কোটি ৯১ লাখ টাকা। জুন মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৮৪০ কোটি টাকা, আদায় হয় ৬ হাজার ৩৬৫ কোটি ৭১ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপ–কমিশনার ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সী বলেন, চট্টগ্রাম কাস্টমসে গত ২০২০–২০২১ অর্থবছরের প্রথমবারের মতো ৫১ হাজার কোটি রাজস্ব আদায় হয়। পরে ২০২১–২০২২ অর্থবছরের আদায় হয় ৫৯ কোটি টাকা এবং সদ্য সমাপ্ত অর্থবছরে রাজস্ব আদায় হয় সাড়ে ৬১ হাজার কোটি টাকা। দেখা যাচ্ছে, প্রতি অর্থবছরেই রাজস্ব আদায়ে নতুন নতুন রেকর্ড হচ্ছে। তবে অর্থবছরের প্রথমদিকে উচ্চশুল্কের পণ্য আমদানি কম হয়। কিন্তু শেষ দুই মাস অর্থাৎ মে–জুন মাসে আমদানি বাড়ে, তাই রাজস্ব আদায়ে এ বছরও রেকর্ড হয়েছে। আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।