স্পোর্টস ডেস্ক : মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ ঘিরেই নতুন কোচ হাথুরুসিংহের অধীনে চলছে জোর অনুশীলন।
সেই ব্যস্ততার মাঝে একটা চাপা উত্তেজনাও আছে দেশের ক্রিকেটে। আর তার কেন্দ্রবিন্দুতে আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের দ্বন্দ্বের পুরনো আলাপাটাই সম্প্রতি এক সাক্ষাৎকারে সামনে এনেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সে নিয়ে সাকিব কোনো কথা না বললেও তামিম মুখ খুলেছেন। দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার না করে তামিম উল্টো দাবি করেছেন, খেলার মাঠে বা ড্রেসিং রুমে কোনো গ্রুপিং নেই বরং পরিস্থিতি স্বাভাবিক। সাকিব ও তিনি দলের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দেন সবসময়। এই কথার শানে নুজুল অনেকটা এমন যে, ‘কথা চালাচালি বা ভাব বিনিময় না হলেও সাকিবের সাথে একসাথে খেলায় কোনো সমস্য নেই তামিমের। পেশাদারির জায়গাতেও তারা শতভাগ অবিচল।’
এই আলাপের মাঝেই সোমবার অনুশীলনে যোগ দেন সাকিব। তামিমও ছিলেন এই অনুশীলনে। মাঠে দাঁড়ানো হাথুরু আর সাকিবের পাশ ঘেঁষে তামিম এদিন গেলেনও। তবে দুই সতীর্থের কথা হলো না। হলো না হালকা কুশল বিনিময়ও। প্রত্যক্ষদর্শীদের বয়ান অন্তত তেমনটাই বলছে।
তবে এই অনুশীলনে সাকিবের সাথে অপর দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে খুনসুটি করতে দেখা গেছে। কথা হয়েছে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গেও।
ওয়ার্ম আপের পর ইনডোরের নেটে পাশাপাশি ব্যাট করেছেন সাকিব-তামিম। সেই সময় তামিমকে তার একসময়ের ‘ভালো বন্ধু’ সাকিবকে উদ্দেশ্য করে কিছু একটা বলতেও শোনা যায়। তবে সাকিব নাকি তার কোনো জবাব দেননি।
পরে অবশ্য জানা যায়, তামিম আসলে আরও একজন নেট বোলার চেয়েছিলেন। এই আরকি!
টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানে অলআউট, ২ বলেই জিতে গেল প্রতিপক্ষ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।