নতুন ভোটারদের মধ্যে ভোট দেবার আগ্রহ বেশি

ভোট

জুমবাংলা ডেস্ক : সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনের দিন (৭ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে নতুন ভোটারদের বেশ উপস্থিতি রয়েছে।

ভোট

নির্বাচন কমিশনের তথ্য বলছে, এ বছর দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন। আর এই বিপুলসংখ্যক ভোটার এবারই প্রথম তাদের নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়ে হাতছাড়া করতে নারাজ।

রাজধানীর বাছা ইংলিশ মিডিয়াম স্কুলে এক তরুণ ভোটারের সাথে কথা বলে জানা যায়, তিনি এ বছরই প্রথম ভোট দিচ্ছেন। তাই সকালে কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ভালো লাগছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে।

রাজধানীর পূর্ব রাজাবাজারে সুলাতানা নামের এক নতুন ভোটার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রথমবার ভোট দিচ্ছি। অবশ্যই অনেক খুশি এবং অনেক ভালো লাগছে।

উল্লেখ্য, সারাদেশে একযোগে সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন। ২৯৯ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ২৪টি। এসব কেন্দ্রে ভোট কক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

ঢাকা-১৯: দুই স্বতন্ত্র প্রার্থীর চাপে প্রতিমন্ত্রী এনামুরের নৌকা

সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এছাড়া, সারা দেশে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন।