বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কতা দিল অ্যাপল। অনেকের ফোনেই ওয়াটার অ্যালার্ট দেখানো হয়। তারা চালের বস্তায় ফোন রেখে দেন। এতে ওই ফোনের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, আইফোন কোনো কারণে ভিজে গেছে বা তরলের সংস্পর্শে এলে তাতে ওয়াটার অ্যালার্ট দেখানো হয়। চার্জে দেওয়ার সময় এই অ্যালার্ট দেওয়া হয়। এ জন্য অনেকেই বিভিন্ন কৌশল অনুসরণ করে থাকেন। এর মধ্যে চালের বস্তা কিংবা ব্যাগও রয়েছে।
এ নিয়ে এবার অ্যাপল সতর্ক করে বলেছে, ‘চালের বস্তায় কখনো আইফোন রাখবেন না। এতে করে চালের দানার কারণে আপনার ফোনের ক্ষতি হতে পারে।’
এমন ওয়াটার অ্যালার্ট এলে সবাই মোবাইল শুষ্ক করতে চান। তাই চালের ভেতরে রাখেন। তবে এর সমাধানের পথ দিয়েছে অ্যাপল। তারা বলছে, এমন হলে খুব হালকাভাবে ফোনটি ধরবেন। এরপর ছিদ্র দিয়ে পানি বের হওয়ার পথ করে দেবেন। এতে বাড়তি পানি বের হয়ে যাবে। এরপর কোনো শুষ্ক স্থানে আপনার ফোনটি রাখবেন।
এরপর ফোনে বাতাস দিলে ভালো হয়। তবে বেশি বাতাস নয়। এসব করার ঠিক ৩০ মিনিট পর মোবাইলটি চার্জে দেবেন। আইফোন পুরোপুরি শুষ্ক হতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। ওই সময়ের মধ্যে আরও বেশ কয়েকবার ওয়াটার অ্যালার্ট আসতে পারে।
তবে মোবাইল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বা কমপ্রেসড এয়ার ব্যবহার না করার পরামর্শও দিয়েছে অ্যাপল। এ ছাড়া চার্জিং কিংবা এয়ারফোন কানেকশনের জায়গায় তুলা বা পেপার টাওয়েল ব্যবহার করবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।