স্পোর্টস ডেস্ক : হাসানের ইয়র্কারে পরাস্ত ব্লান্ডেল
হাসান মাহমুদের ইয়র্কার। ঠিকঠাক হলে সেটিতে খুব বেশি কিছু করার থাকে না। ব্লান্ডেল আবার সেটি ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন। তাঁর ব্যাট নাগাল পায়নি বলের। সেঞ্চুরির বেশ আগেই থামলেন ব্লান্ডেল, ৬৬ বলে ৬৮ রান করে। নিউজিল্যান্ড হারিয়েছে ষষ্ঠ উইকেট। ম্যাচের প্রেক্ষাপটে খুব, খুব গুরুত্বপূর্ণ উইকেট।
কোল ম্যাকনকির সঙ্গে ২২ বলের জুটিতে ব্লান্ডেল খেলেছিলেন মাত্র ২ বল। এক প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্লান্ডেল কি অস্থির হয়ে পড়েছিলেন একটু?
সফল মেহেদী, এলবিডব্লিউ রবীন্দ্র
১৬:২০, সেপ্টেম্বর ২৩
অধিনায়ক লিটনের আরেকটি দারুণ বোলিং পরিবর্তন!
দুই পেসারের ওপর চড়াও হয়েছিলেন ব্লান্ডেল ও রবীন্দ্র। লিটন ফিরিয়েছেন মেহেদীকে। এ অফ স্পিনার এসেই এলবিডব্লিউর ফাঁদে ফেললেন রবীন্দ্রকে। পেছনে পায়ে গিয়ে খেলার চেষ্টা ব্যর্থ হয়েছে রবীন্দ্র। আম্পায়ার শরফুদ্দৌলার সিদ্ধান্ত রিভিউও করেননি। নিউজিল্যান্ড হারিয়েছে পঞ্চম উইকেট।
নিকোলসকে ফেরালেন খালেদ
১৬:০০, সেপ্টেম্বর ২৩
টম ব্ল্যান্ডেল ও হেনরি নিকোলসের বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙল খালেদের সুবাদে। অর্ধশতক থেকে এক রান দূরে থাকতে লিটনের তালুবন্দি হয়ে ফিরতে হয় নিকোলসকে। আর তাতেই ভাঙে নিউজিল্যান্ডের প্রতিরোধ গড়ে তোলা ৯৬ রানের জুটি।
শতরান পার হলো নিউজিল্যান্ডের
১৫:৩৮, সেপ্টেম্বর ২৩
টম ব্ল্যান্ডেল ও হেনরি নিকোলসের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলেছে নিউজিল্যান্ড। এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটে ভর করে দলীয় স্কোর শতরান পেরিয়েছে সফরকারীরা।
প্রতিরোধ গড়ে তুলেছে নিউজিল্যান্ড
১৫:২১, সেপ্টেম্বর ২৩
শুরুতেই তিন উইকেট হারিয়ে খাঁদের কিনারায় চলে যাওয়া নিউজিল্যান্ড লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিচ্ছে টম ব্ল্যান্ডেল ও হেনরি নিকোলসের ব্যাটে। ইতোমধ্যেই ১৬ ওভার পেরিয়ে গেলেও আর কোনো উইকেট হারায়নি সফরকারীরা। ১৬ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটের খরচায় ৭৬ রান।
অভিষেক ওভারেই সফলতা খালেদের
১৪:৩৯, সেপ্টেম্বর ২৩
নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন খালেদ আহমেদ। ওভারের পঞ্চম বলেই তিনি পেয়েছেন সফলতার দেখা। তুলে নিয়েছেন চাঁদ বোজের উইকেট। এতে করে ৩৬ রানে তৃতীয় উইকেট হারালো নিউজিল্যান্ড।
অ্যালেনকে ফেরালেন ফিজ
১৪:২৯, সেপ্টেম্বর ২৩
ইনিংসের ষষ্ঠ ওভারেই দ্বিতীয় সফলতা পান মোস্তাফিজ। ওভারের প্রথম ফিজের কাটার সামলাতে ব্যর্থ হয়ে প্রথম স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা দেন ফিন অ্যালেন। এতে করে ২৬ রানেই দুই ওপেনারকে হারালো কিউইরা।
উইকেট তুলে নিলেন ফিজ
১৪:১৫, সেপ্টেম্বর ২৩
কিউই সিরিজে ইনিংসের শুরুতেই আঘাত হেনেছেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত এক বাউন্সারে উইল ইয়ংকে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়তে বাধ্য করেন তিনি। এর সুবাদে ইনিংসদের তৃতীয় ওভারেই প্রথম সফলতা পায় স্বাগতিকরা।
দুই দলের একাদশ
১৫:৫০, সেপ্টেম্বর ২৩
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, খালেদ আহ্মেদ ও হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়ং, চাঁদ বোজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রাভিন্দ্র, কোল ম্যাকেঞ্চি, ঈশ শোধী, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
টস
১৩:৩০, সেপ্টেম্বর ২৩
বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে কিউইরা। আর দুই পরিবর্তন এসেছে টাইগার স্কোয়াডে। নুরুল হাসান সোহান ও তানজিম সাকিব নেই দ্বিতীয় ওয়ানডের একাদশে। পরিবর্তে ওয়ানডে অভিষেক হচ্ছে খালেদ আহমেদের। পাশাপাশি দলে ঢুকেছেন হাসান মাহমুদ।
স্বাগতম
১৩:২০, সেপ্টেম্বর ২৩
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।