স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে হেরে তাদের ২০২৩ বিশ্বকাপ (World Cup) অভিযান শেষ করেছে। গত ১৫ই নভেম্বর ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল সেমিফাইনাল ম্যাচে। ভারত প্রথমে ব্যাট করে ৩৯৭/৪ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড দুর্দান্ত লড়াই করে কিন্তু শেষ পর্যন্ত ৩২৭ রানে অলআউট হয়।
এই কিউই দলের খেলোয়াড়দের পারফর্ম প্রশংসনীয়। আপনি অবশ্যই নিউজিল্যান্ডের অনেক ম্যাচ দেখে থাকবেন এবং তাদের পারফরম্যান্সেও মুগ্ধ হবেন। তবে একটা জিনিস কখনো লক্ষ্য করেছেন কি নিউজিল্যান্ডের খেলোয়াড়রা সব সময় কালো রঙের জার্সি পরে কেন?
শুধু এই বিশ্বকাপেই নয়, দীর্ঘদিন ধরেই তারা কালো রঙের জার্সি পরে মাঠে নামে। এবার জেনে নেওয়া যাক, নিউজিল্যান্ডের কালো জার্সি পড়ার পেছনে যুক্তি কী? নিউজিল্যান্ড শুধু ক্রিকেটেই নয়, বিশ্বের অন্যান্য খেলাতেও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা কালো রঙের জার্সি পরে। কালো জার্সি পরা দলকে দেখে আমরা সহজেই চিনতে পারি। শুধু তাই নয়, এই সাদা চামড়ার খেলোয়াড়দের গায়ে কালো জার্সি দেখতেও সুন্দর লাগে।
আসলে, ১৮৯২ সালে যখন নিউজিল্যান্ড রাগবি ফুটবল ইউনিয়ন প্রথমবারের মতো গঠিত হয়েছিল, তখন থেকেই কালো ইউনিফর্মকে বেছে নেওয়া হয়। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত নিউজিল্যান্ডের জাতীয় খেলা রাগবি (Rugby)।
এছাড়া বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, যে কালো রঙ অন্যান্য রঙের তুলনায় সস্তা ছিল, যে কারণে কালো রঙকে বেছে নেওয়া হয়েছিল। এরপর খেলাধুলায় কালো রঙকে প্রাধান্য দেয়া হয়। ১৯২০ সালে নিউজিল্যান্ড প্রথমবার অলিম্পিক খেলতে গিয়ে কালো রঙের জার্সি পরেছিল।
সেই সময়তেও তারা পদক জিতেছিলেন এবং তারপর থেকে এটি সাধারণ জার্সি হয়ে ওঠে। প্রথমে কিছু খেলোয়াড় কালো টি-শার্ট এবং সাদা শর্টস পরতেন। কিন্তু পরে সবই কালো রঙের জার্সি গ্রহণ করা হয়। একইভাবে ক্রিকেটেও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা কালো জার্সি পরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।