পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিল যাননি নেইমার

পেলের শেষকৃত্যে যোগ দিতে যায়নি নেইমার

স্পোর্টস ডেস্ক : ফুটবলের মহানায়ক পেলের সঙ্গে বরাবরই অন্তরঙ্গ সম্পর্ক ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের। সবাইকে কাঁদিয়ে না ফেরা দেশে এই কিংবদন্তি। কিন্তু পেলের শেষকৃত্যে যোগ দিতে যায়নি নেইমার জুনিয়র।

পেলের শেষকৃত্যে যোগ দিতে যায়নি নেইমার

তবে ব্রাজিলের ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় নেইমারের পক্ষ থেকে তার বাবা উপস্থিত আছেন পেলের শেষকৃত্যে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে পিএসজি তারকার বাবা নেইমার সিনিয়র বলেছেন, ‘নেইমার আসবে না। তবে তার মন খুব খারাপ। সে আমাকে এখানে তার পক্ষ থেকে উপস্থিত থাকতে বলেছে। কাউকে হারানো কত কষ্টের সেটা আমরা বুঝি। আমরা শুধু একজন খেলোয়াড়কেই হারাইনি, একজন মানুষকেও হারিয়েছি।’

এদিকে ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছিল, নেইমার পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন পেলের শেষকৃত্যে যোগ দিতে। কিন্তু ‘গ্লোবো’ জানিয়েছে, এই কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাবেন না পিএসজি তারকা।

বিশ্বকাপ মিশন শেষ করে পিএসজিতে ফিরেছেন নেইমার। পেলের মতো নেইমারেরও তারকা হয়ে ওঠা সান্তোসের আঙিনায়। সান্তোস থেকেই নেইমার নাম লেখান বার্সেলোনায়, সেখান থেকে পিএসজিতে। দুজনই সান্তোসের হয়ে জিতেছেন লাতিন ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা লিবার্তোদোরেস।

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রোনালদো, ধনীর তালিকায় সবার উপরে যিনি