স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে বার্সেলোনার এই সাবেক তারকা। সুস্থতার পথে রয়েছেন তিনি। তবে কবে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পারবেন তার দিনক্ষণ অজানা। এমন পরিস্থিতিতে তিনি আবার সাবেক সতীর্থ লিওনেল মেসির সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় আবার বার্সেলোনার সাবেক তিন তারকাকে (মেসি, সুয়ারেজ ও নেইমার) একসঙ্গে ইন্টার মায়ামিতে দেখা যেতে পারে।
মেসি ও নেইমার একটা সময় বার্সেলোনা সতীর্থ ছিলেন। একই সঙ্গে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতেও খেলেছেন। তারপর দুইজনের পথ দুটো ভিন্ন দিকে মোড় নেয়। নেইমার চলে যান সৌদি লিগে আর মেসি যুক্তরাষ্ট্রে। তবে নেইমার তার সাবেক সতীর্থ মেসিকে ভুলতে পারেননি। তার সঙ্গে আবার খেলার জন্য উম্মুখ হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি। এক সাক্ষাতকারে নেইমার তেমনই এক ইঙ্গিত দিয়েছেন।
বাহরাইন গ্রা প্রিতে উপভোগ করতে যাওয়া নেইমার বলেন, আমরা আবার একসঙ্গে খেলতে পারি। মেসি দারুণ একজন মানুষ। যারা ফুটবলের সঙ্গে জড়িত তাদের সবাই মেসিকে চেনেন। আমার মনে হয়, নতুন ক্লাবে তিনি ভালো আছেন। যদি তিনি সেখানে ভালো থাকেন আমিও ভালো থাকবো।
মেসি-নেইমার জুটি বার্সেলোনাকে একের পর এক সাফল্য এনে দিয়েছে। দুইবার লিগ শিরোপা, সমান সংখ্যা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, পিএসজির হয়ে লিগ শিরোপা জয় করেছেন তারা। সব ঠিক থাকলে হয়তো দুই দেশের দুই তারকা খেলোয়াড়কে আবার একসঙ্গে দেখা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।