জুমবাংলা ডেস্ক : জরুরি প্রয়োজন ছাড়া সুপ্রিম কোর্টে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জরুরি প্রয়োজনে প্রবেশ করতে হলেও জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।
সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা প্রয়োজনে কেউ যেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করেন। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।
এ ছাড়া সুপ্রিম কোর্ট প্রশাসন ও আইনজীবী সমিতির নির্ধারিত স্টিকার ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায়, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ঢাকা মহানগর আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটির সুপারিশও ছিল। তাই সার্বিক নিরাপত্তার বিষয়ে ভেবে প্রধান বিচারপতির নির্দেশনায় এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।