আন্তর্জাতিক ডেস্ক : তিনি তাঁর বাড়িতেই গাড়ি জমান। তাও আবার দুষ্প্রাপ্য সব গাড়ি। যার মধ্যে এমনও গাড়ি রয়েছে যা সারা বিশ্বে মাত্র ২টিই পড়ে আছে।
ছোট থেকে তাঁর গাড়ির শখ। গাড়ি পেলে আর কিছু চাইতেন না। তিনি যখন কৈশোর পার করে যুবা তখন একটি পুরাতনি গাড়ি কেনেন। তা নিয়ে বারও হতেন বাড়ি থেকে। অনেকেই সেই গাড়িটিকে অবাক চোখে দেখতেন। যদিও তখনও তাঁর পুরাতনি গাড়ির প্রতি দুর্বলতা তৈরি হয়নি।
এরপর তাঁর সামনে সুযোগ আসে আরও ২টি পুরনো মডেলের গাড়ি কেনার। বেশ খরচ করেই তিনি ওই ২টি গাড়ি বাড়িতে নিয়ে আসেন। সেই যে তাঁর বিশ্বের দুষ্প্রাপ্য সব পুরনো গাড়ি কেনার শখ তৈরি হল তা এখনও মাথা থেকে নামেনি।
এখন তাঁর সংগ্রহে রয়েছে ৫০টির ওপর দুষ্প্রাপ্য সব পুরনো গাড়ি। যার মধ্যে যেমন রয়েছে পুরনো আমেরিকান বা ব্রিটিশ গাড়ি, তেমনই রয়েছে নবাব বা রাজাদের গাড়ি। দিল্লির বাসিন্দা সৈয়দ সাহিল আগা এখন গাড়ি সংগ্রাহক হিসাবে রীতিমত এক প্রসিদ্ধ ব্যক্তিত্ব। তাঁর গাড়ির সংগ্রহ এখন কার্যত একটি মিউজিয়ামের রূপ নিয়েছে।
সাহিলের সংগ্রহে রয়েছে ১৯৩১ সালের সিঙ্গার ৬, রয়েছে ১৯৪৭ সালের ভি১২ লিংকন, রয়েছে অনেক নবাব বা রাজাদের গাড়িও। তাঁর কাছে ১৯২৯ সালের স্ট্যান্ডার্ড স্পোর্টস গাড়িটিও রয়েছে। যা বিশ্বে মাত্র ২টি রয়েছে।
হোটেলের মতো নরম তুলতুলে পরোটা বাড়িতে বানোনার দুর্দান্ত উপায়
সাহিল এখন পুরনো ভাঙাচোরা অবস্থায় থাকা গাড়ি কিনে নেন। তারপর তাকে ঠিকঠাক করে সাজিয়ে নেন। যা তাঁর সংগ্রহে শোভা পায়। এমনকি যাঁদের কাছে ভিন্টেজ কার রয়েছে তাঁদেরও সাহিল নানাভাবে সেগুলি সংরক্ষণে সাহায্য করেন। দিল্লির ওখলার বাসিন্দা সাহিল এখন তাঁর এলাকা তো বটেই, এমনকি ভারতের ভিন্টেজ গাড়ির জগতে এক পরিচিত নাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।