আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত আর বাঁচানো গেলো না নিজের শেষকৃত্যের সময় কফিনে টোকা দেওয়া ৭৬ বছর বয়সী নারী বেলা মন্টোয়াকে। স্থানীয় একটি হাসপাতালে সাতদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর তাঁর মৃত্যু হয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি।
ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বেলা মন্টোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, সাত দিন নিবিড় পরিচর্যায় থাকার পর তিনি স্ট্রোক করেন। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন।
স্থানীয় একটি সংবাদপত্রকে বেলার ছেলে গিলবার্ট বারবেরা বলেন, এবার আমার মা মারা গেছেন।
জানা যায়, গত ১৬ জুন বেলা মন্টোয়া মারা যাবার পর তাকে পূর্বের শেষকৃত্য গৃহে ফিরিয়ে নেওয়া হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায়, গত শুক্রবার (৯ জুন) ওই নারীর কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট হয়েছিল। ফলে তার শ্বাস এবং হৃদযন্ত্রের কার্যকারিতা একেবারেই কমে গিয়েছিল। চিকিৎসায়ও সাড়া দিচ্ছিলেন না তিনি। ফলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মন্টোয়াকে বেশ কয়েক ঘণ্টা কফিনে রাখা হয়।
পরে শেষকৃত্যের জন্য জামা-কাপড় বদলে দেওয়ার আগে স্বজনরা কফিন থেকে টোকা দেওয়ার শব্দ শুনতে পান। পরে কফিন খুলে তারা দেখতে পান ওই নারী জোরে জোরে শ্বাস নিচ্ছেন। আর বাতাসের জন্য হাঁপাচ্ছেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরপর এই ঘটনাটি ঘিরে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।