বিনোদন ডেস্ক : নিলামে তোলা হলো গায়িকা ও র্যাপার কার্ডি বির সেই ছুড়ে ফেলা মাইক্রোফোন। ইতিমধ্যে প্রায় এক লাখ ডলারের কাছাকাছি দাম উঠেছে এটির!
জানা গেছে, দাতব্য উদ্দেশ্যে নিলামে তোলা হয়েছে মাইক্রোফোনটি। স্কট ফিশার ইবেতে কিছু পণ্যদ্রব্য তালিকাভুক্ত করেছেন, যার আয় দুটি দাতব্য সংস্থার মাঝে ভাগ করে দেওয়া হবে। সংস্থা দুটি হচ্ছে ফ্রেন্ডশিপ সার্কেল লাস ভেগাস এবং ওয়াউন্ডেড ওয়ারিয়র প্রজেক্ট।
নিলামে অন্যান্য পণ্যদ্রব্যের সঙ্গে কার্ডি বির মাইক্রোফোনটিও তোলা হয়েছে, যেটি তিনি ক্ষোভবশত এক শ্রোতার দিকে ছুড়ে মেরেছিলেন। সম্প্রতি একটি কনসার্ট চলাকালীন এক ব্যক্তি কার্ডির গায়ে পানীয় ছুড়ে মারেন। কার্ডিও মুহূর্তের মধ্যেই নিজের হাতের মাইক্রোফোন ছুড়ে মারেন সেই ব্যক্তির দিকে। ঘটনার আকস্মিকতায় চমকে যান উপস্থিত সকলে।
অডিও কম্পানি ‘দ্য ওয়েভ’-এর প্রধান গণমাধ্যম টিএমজেডকে বলেছেন, ‘তিনি ভালো কিছু করার চেষ্টা করতে চান। তিনি বলেন, ‘আমার কাছে কার্ডি বির সেই মাইক্রোফোনটি আছে, যা তিনি একজনকে উচিত শিক্ষা দিতে ছুড়ে মেরেছিলেন। মানুষের কাছ থেকে উৎসাহ পাওয়ার পর আমি এটিকে নিলাম করার সিদ্ধান্ত নিয়েছি এবং এর লাভের পুরোটাই দুটি দাতব্য সংস্থার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। একটি স্থানীয় দাতব্য সংস্থা ফ্রেন্ডশিপ সার্কেল লাস ভেগাস।
অন্যটি হলো ওয়াউন্ডেড ওয়ারিয়র প্রজেক্ট।’ তিনি আরো জানান, নিলামে মাইক্রোফোনটির বর্তমান বিড ৫০০ ডলার থেকে শুরু করার পরে এখন ৯৪ হাজার ৬০০ ডলারে দাঁড়িয়েছে। ৮ আগস্ট নিলামের শেষ তারিখ।
সম্প্রতি একটি কনসার্টে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন কার্ডি বি। মঞ্চে তার হিট গান বোদাক ইয়েলোতে পারফরম করছিলেন গায়িকা।
গান গাইতে গাইতে কনসার্টের এক কর্নারে আসেন কার্ডি বি। সেখানেই নিচে উল্লাসরত এক শ্রোতা হাতের পানীয় ছুড়ে মারেন গায়িকার দিকে। সেই পানীয় গায়িকার শরীরে এবং মুখে ছিটকে পড়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের হাতের মাইক্রোফোন সেই লোকের দিকে ছুড়ে মারেন গায়িকা। সঙ্গে সঙ্গে নিচে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা ছুটে গিয়ে সেই ব্যক্তিসহ তার সঙ্গীদের গায়িকার মঞ্চ থেকে বের করে নিয়ে যান। কার্ডি বির ভিডিওটি ইন্টারনেটে বেশ ভাইরাল হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।