লাইফস্টাইল ডেস্ক : সব সমাজেই একটা প্রচলিত ধারণা রয়েছে যে, পর্নোগ্রাফি দেখে কেবল পুরুষরাই মজা পায় এবং উত্তেজিত হয়। কিন্তু এই প্রচলিত ধারণাটি বদলানোর সময় এসেছে। সম্প্রতি এক গবেষণা দেখা গেছে, প’র্নোগ্রাফি দেখে পুরুষের মতোই সাড়া দেয় মেয়েদের মস্তিষ্ক। অর্থাৎ নারীরাও এসব দেখে মজা পায়।
গবেষণাটি চালিয়েছেন জার্মানির তিউবিনজেন-এ ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল সাইবারনেটিক্স-এ হামিদ নুরি। গবেষণায় নারী ও পুরুষদের যৌ’ন উত্তেজনামূলক ছবি বা সিনেমা দেখানো হয়।
এতে দেখা যায়, প’র্নো সাইটের নিয়মিত দর্শকদের প্রায় সবাই পুরুষ, শতকরা ৮০ শতাংশ পুরুষ। কিন্তু প’র্নো সাইটের ছবি দেখে নারী-পুরুষ নির্বিশেষে সবার মস্তিষ্কই সমান সাড়া দেয়। এরপর তারা কেমন আচরণ করবে, সেটাই আসলে পার্থক্যটা গড়ে দেয়।
এখন প্রশ্ন উঠতে পারে মেয়েরা তো পুরুষদের তুলনায় প’র্নোগ্রাফি অনেক কম দেখে, তা হলে?
এর উত্তরে লেখক এবং সে’ক্স থেরাপিস্ট ডেভিড লে জানাচ্ছেন, মেয়েরা প’র্নোগ্রাফি কম দেখে কারণ, সমাজ তাদের এ কাজ করতে বাধা দেয়। সেই বাধা তুলে নেয়া হলে পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে মেয়েদের সঙ্গে পুরুষদের কোনো পার্থক্যই থাকবে না। এমনটাই বলছে জার্মানির নতুন গবেষণা। সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।