বিনোদন ডেস্ক : বর্তমানে সিনেমা বা ধারাবাহিকের থেকেও মানুষকে বেশি আকর্ষণ করছে একেকটা যৌ*তা ভরা ওয়েবসিরিজগুলি। যেগুলি মার্কেটে আসা মাত্রই মানুষকে যৌ* তৃপ্তিতে ভরিয়ে দিচ্ছে। এইসব ওয়েবসিরিজ প্রতিনিয়ত লঞ্চ হয়ে চলেছে একেকটা পপুলার ওটিটি প্ল্যাটফর্মে। এইসব ওয়েব প্লাটফর্মগুলির মাধ্যমে বাংলা, হিন্দির পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষারও একাধিক ওয়েব সিরিজ রিলিজ করে। যা টেক্কা দেয় বড় বড় বাজেটের সিনেমাগুলিকেও।
এইসব ডিজিটাল মার্কেটের অ্যাডাল্ট ওয়েব সিরিজগুলি সবচেয়ে বেশি রিলিজ করে উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি ওয়েব প্ল্যাটফর্ম গুলিতে। আর এইসব ওয়েবসিরিজগুলির যৌ*তায় ভরা, সেই কারণে এগুলির জনপ্রিয়তাও আকাশছোঁয়া। কিছুদিন আগেই প্রাইম শট ওটিটির মাধ্যমে রিলিজ হয়েছে ‘Mrs Teacher’ নামের একটি জনপ্রিয় ওয়েবসিরিজ। এই সিরিজও যথাযথ বেশ কিছু ‘হট সিন’এ মোড়া। এই সিরিজে মূল ভূমিকায় ছিলেন অভিনেত্রী Aliya Naaz।
যিনি ওয়েব দুনিয়ায় একজন অতি পরিচিত নায়িকা। তাঁর অভিনীত চরম উষ্ণতায় পরিপূর্ণ কিছু হট সিজনের দরুণ ইতিমধ্যেই এই সিরিজটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে সিরিজের ট্রেলার সামনে আসতেই রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল। এই ওয়েবসিরিজ হিন্দি সহ আরও ৬ টি ভাষায় রিলিজ করেছে। তবে হ্যাঁ, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক রাই এই সিরিজের মজা নিতে পারবেন, ভুলেও বাচ্চাদের সামনে এই ওয়েবসিরিজ দেখা যাবে না।
এই ওয়েব সিরিজের গল্প বলছে, টিচার আলিয়া নতুন এসেছেন শহরে। তাঁর কাছে টিউশন নিলে ছাত্র-ছাত্রীদের দারুণ রেজাল্ট হবেই। সেইমতো এক বাবা তাঁর ছেলেকে নিয়ে যান সেই শিক্ষিকার কাছে। এর পরেই ছেলের রেজাল্ট হয় দারুণ। যা কিনা তাঁর বাবার কাছে ছিল অপ্রত্যাশিত।
এবার গল্প সন্ধান দেবে যে, এই শিক্ষিকার কাছে কী এমন স্পেশাল ব্যাপার রয়েছে, যাতে আকৃষ্ট হয়ে ছাত্ররা পড়াশুনা করতে বাধ্য হয়? জানতে হলে দেখতেই হবে এই সিরিজ। তবে তার আগে এই সিরিজের দুটি এপিসোড অবশ্যই দেখতে হলে অবশ্যই প্রাইম শটের সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।