নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আজহারী

Ajhari

জুমবাংলা ডেস্ক : ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে জনসমাগমে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি এবং সামাজিক শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪), কক্সবাজারের পেকুয়া প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছিল বলে জানান তিনি। এছাড়াও, অনুষ্ঠান শেষ হওয়ার পরেও একই পরিস্থিতি তৈরি হয়, যা তার জন্য এক ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Ajhari

আজহারী তার পোস্টে উল্লেখ করেছেন, তিনি নিজেকে কুরআনের এক ক্ষুদ্র ছাত্র হিসেবে মনে করেন এবং মুসলিম সমাজের প্রতি আবেদন জানান যেন তারা তার প্রতি সহযোগিতা দেখায়। তিনি বলেন, “২০১৯-২০২০ সালে কিছু অনুষ্ঠানে ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার আহত হয়েছিলাম, এবারও এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে,” উল্লেখ করে নিরাপত্তার কারণে বড় পাবলিক ইভেন্টগুলোতে তার যোগদান অনিশ্চিত হতে পারে।

তিনি আরো বলেন, “দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে ভিড় করবেন না। আলোচনা চলাকালীন সময়ে স্টেজের দুই পাশে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।” তিনি জানান, প্রতিটি প্রোগ্রামে মূল প্যান্ডেলের বাইরে সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে, যেখানে উপস্থিত না থাকা সত্ত্বেও দর্শকরা তাকে দেখতে পারবেন।

মিজানুর রহমান আজহারী নিরাপত্তা বাহিনীর সাথে অযথা ঝামেলায় জড়ানোর প্রতি সতর্ক করেছেন এবং দর্শকদের আয়োজকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “কুরআন-প্রেমীরা স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারে,” এবং প্রোগ্রামগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য দর্শকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আজহারী তার পোস্টের শেষে বলেন, “আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটি বিশ্বাস করি, নিশ্চই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন,” এবং সকলের সহযোগিতা কামনা করেছেন যাতে অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে সম্পন্ন হয়।

৩১ ডিসেম্বর কি হতে যাচ্ছে শহীদ মিনারে

এছাড়া, তিনি ভবিষ্যতে সকল অনুষ্ঠানে আরও সচেতন ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে জানান, শীঘ্রই তাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।