Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home নির্বাচনের আগে গণভোট নয় : মির্জা ফখরুল
রাজনৈতিক ডেস্ক
রাজনীতি

নির্বাচনের আগে গণভোট নয় : মির্জা ফখরুল

রাজনৈতিক ডেস্কShamim RezaNovember 1, 20252 Mins Read
Advertisement

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের সরকার গঠন করতে চায়। দলটির প্রত্যাশা—সরকার আগামী চার-পাঁচ দিনের মধ্যে পদত্যাগ করে তিন মাসের মধ্যে নির্বাচন দিক।

Fakhrul

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে মুক্তিযুদ্ধ দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, বিএনপি তাতে একমত। তবে নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট আয়োজন সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করার অপচেষ্টা মাত্র।

তিনি আরও বলেন, যদি গণভোট করতেই হয়, তবে তা জাতীয় সংসদ নির্বাচনের দিনই হওয়া উচিত। সেদিন দুটি ব্যালট থাকবে— একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, একটি মহল নির্বাচন বিলম্বিত করার জন্য উঠেপড়ে লেগেছে এবং বিভিন্নভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সংস্কারের পক্ষে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি সংস্কারপন্থী দল। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। জনগণের ম্যান্ডেট পেলে অবশ্যই সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনব।

জুলাই জাতীয় সনদের সুপারিশমালা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপি মতভেদ থাকা সত্ত্বেও মূল সনদে স্বাক্ষর করেছিল এবং ভিন্নমতের জন্য ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল। কিন্তু সুপারিশমালায় কোনো রাজনৈতিক দলের ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করা হয়নি।

তিনি আরও বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এলে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে থাকা সংস্কারের বিষয়গুলো সংসদে পাস করে দেশের পরিবর্তন আনব।

মির্জা ফখরুল জানান, নির্বাচনে জয়ী হলে বিএনপি তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চায়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া দেশের দায়িত্ব নিয়েছিলেন, তখনই বাংলাদেশ রক্ষা পেয়েছিল। তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, গণমাধ্যমকে মুক্ত করেন, মুক্তবাজার অর্থনীতির সূচনা করেন এবং গার্মেন্টস শিল্প ও বৈদেশিক রেমিট্যান্স প্রবাহের ভিত্তি তৈরি করেন।

তিনি আরও বলেন, কিছু মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং যারা স্বাধীনতাবিরোধী শক্তি ছিল, তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। যদিও ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে, তবে বিপদ এখনও পুরোপুরি কেটে যায়নি। যারা দেশকে ধ্বংসের চক্রান্ত করছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

টাকা বাড়ানোর সহজ ও ঝুঁকিমুক্ত উপায়, মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এখনই ক্রয় করুন

ভারতে বসে শেখ হাসিনার মন্তব্য প্রসঙ্গে ভারতীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না। শেখ হাসিনাকে বাংলাদেশের আইন অনুযায়ীই বিচারের মুখোমুখি হতে হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আগে গণভোট নয় নির্বাচনের ফখরুল মির্জা মির্জা ফখরুল রাজনীতি
Related Posts
তারেক রহমান

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন : তারেক রহমান

December 15, 2025
হান্নান মাসউদ

দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ

December 15, 2025
তারেক রহমান

তারেক রহমানের বাসভবন প্রস্তুত, সিলেট হয়ে ফিরবেন ঢাকায়

December 15, 2025
Latest News
তারেক রহমান

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন : তারেক রহমান

হান্নান মাসউদ

দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ

তারেক রহমান

তারেক রহমানের বাসভবন প্রস্তুত, সিলেট হয়ে ফিরবেন ঢাকায়

তিন দল

পারস্পরিক আক্রমণ বন্ধে রাজি তিন দল

এয়ার অ্যাম্বুলেন্সে হাদি

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বিজয় দিবস উপলক্ষে বিএনপির ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

তারেক রহমান

ষড়যন্ত্র ‘চলছে’, নির্বাচন ‘অতো সহজ হবে না’: তারেক রহমান

রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়ার ঘোষণা সরকারের

নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে: নাহিদ ইসলাম

বিএনপির শ্রদ্ধা

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.