আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণ সহজ করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এই ছুটি দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।
এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ব্যবস্থায় আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আলাদা করে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীরা নির্বাচন উপলক্ষে টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন।
ভোটের দিন বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকছে। এতে করে শিল্পাঞ্চলের বাইরে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিনের ছুটি পাবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


