আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। তাদের মূল দায়িত্ব হবে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা। তারা মাঠে নামবে আগামী বৃহস্পতিবার থেকে।

বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।
তিনি জানান, ঢাকা সেক্টরের আওতাধীন এই ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন মোতায়েন করা হবে। এর মধ্যে:
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন
সাভার ও ধামরাই: ২টি আসনে ৬ প্লাটুন
ফরিদপুর: ৪টি আসনে ১৩ প্লাটুন
মানিকগঞ্জ: ৩টি আসনে ৮ প্লাটুন
নিরাপত্তা জোরদার করতে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির কে-৯ ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত থাকবে।
বিজিবি অধিনায়ক জানান, ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবার ব্যবহার করা হবে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, APC এবং আধুনিক সিগন্যাল সরঞ্জাম। সব কার্যক্রম মনিটর করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, এবার বিজিবির সদস্যরা প্রিজাইডিং অফিসারের অনুরোধে অথবা কেন্দ্রে সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে তাত্ক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


