আন্তর্জাতিক ডেস্ক : আম্বানিদের বিয়ের আয়োজন দেখতে দেখতে হাঁপিয়ে ওঠার অবস্থা নেটিজেনদের। গত ১২ জুলাই বিয়ের পর্ব শেষ হয়ে ১৪ জুলাই জমকালো রিসেপশন পার্টি হয়ে গেল। রিসেপশন পার্টিতে হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা গেছে মুকেশ ঘরনী নীতাকে।

রবিবার (১৪ জুলাই) রিসেপশন পার্টিতে অংশ নিয়েছিলেন হলিউড থেকে বলিউড এমন কী টালিউডের তারকারাও। তাছাড়াও বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদেরাও যোগ দেন।
অনন্ত আম্বানি ১২ জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। দু’দফায় তাদের প্রাক-বিবাহের অনুষ্ঠানও হয়েছে। তারপর মুম্বাইয়ের বান্দ্রাতেও তাদের বিবাহ-পূর্বের নানা আচার অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
নীতা আম্বানি রিসেপশন পার্টিতে পাপারাজ্জিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। গোলাপি শাড়িতে ঝলমল করে পরিবারের মতো বিয়ের প্রতিটা অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানান নীতা। এরপর হাত জোড় করে বলেন, ‘বিয়ে বাড়ি তো, কিছু ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন’। শুধু তাই নয়, ছেলে অনন্তের বিয়ের পরবর্তী অনুষ্ঠানে পাপারাৎজিদের সপরিবারকে আমন্ত্রণও জানিয়েছিলেন তিনি।
নীতা বলেন, ‘আপনারা ধৈর্য ধরে বোঝার জন্য ধন্যবাদ। যদি কিছু হয়ে থাকে তবে দয়া করে আমাদের ক্ষমা করবেন কারণ এটি একটি বিয়ে বাড়ি। আশা করি আপনারা সবাই ভালো আছেন…’।
প্রসঙ্গত, ২০২৩ সালে অনুষ্ঠানিক ভাবে বাগদান সারেন অনন্ত-রাধিকা। তারপর তাদের দুটি প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়। প্রথমটি হয় গুজরাটের জামনগরে, এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা গান গেয়েছিলেন। দ্বিতীয় প্রাক-বিবাহের অনুষ্ঠান হয় ইউরোপে, সেখানে একটি ক্রুজে করে চারদিন ধরে ভূমধ্যসাগরে ঘোরেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



