আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি তার ফ্যাশনের কারণে বরাবরই আলোচনায় থাকেন। গতবছরের নভেম্বরে মেয়ে ইশা আম্বানির প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হাজির হয়ে শিরোনামে ছিলেন আম্বানি সাম্রাজ্যের সম্রাজ্ঞী।
টিরা বিউটির ইভেন্টে নীতা আম্বানির হাতে রাখা পপকর্ন ব্যাগ নজর কেড়ে সবার। কেবল ব্যাগটির সৌন্দর্যেই নয় দামেও অবাক হয়েছে নেটদুনিয়া।
লাক্সারি ব্যাগটিকে ‘পপকর্নের ঠোঙা’ বললেও ভুল হবেনা।
পপকর্ন বাকেটের আদলে তৈরি ব্যাগটি সাদা কালো বাজেটের উপর গোলাপি রং দিয়ে লেখা পপ কোকো। এর উপরে পপকর্নের বদলে বসানো হয়েছে মুক্তো।
এদিকে ব্যাগটি সদ্য বাজারে এনেছে ফরাসী লাক্সারি ব্র্যান্ড শ্যানেল, ভারতীয় মুদ্রায় এর মূল্য মাত্র পাঁচ লাখ রূপি। এটি তাদের আসন্ন উইন্টার কালেকশনের ব্যাগ।
শ্যানেলের ওয়েবসাইট থেকে জানা গেছে, মুক্তা, হোয়াইট গোল্ড, সেমি প্রেশাস মেটাল এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি হয়েছে এই পপকর্ন ব্যাগ।
ক্রিমরঙা ব্লেজার আর সিকোয়েন্সের কাজ করা কালো প্যারালাল প্যান্ট পরে অনুষ্ঠানে হাজির হন নীতা।
নীতার নেওয়া পপকর্ন ব্যাগটি সদ্য বাজারে এনেছে শানেল।
এছাড়া অভিজাত এই আউটফিটের সঙ্গে অনুষঙ্গ বাছাই করতেও নীতা বেশ সচেতন ছিলেন। কানে ছিল ওভারসাইজড হুপ ইয়াররিং, সঙ্গে ম্যাচিং আংটি। পিচরঙা লিপস্টিক আর গোলাপি ব্লাশের ছোঁয়ায় নীতাকে বেশ ফুরফুরে দেখাচ্ছিল। ঢেউখেলানো চুলগুলোকেও ছেড়ে রেখেছিলেন।
ভারতীয় পোশাকের ক্ষেত্রে নীতাকে জাঁকজমক মেকআপে দেখেই সবাই অভ্যস্ত। তবে পাশ্চাত্য ধাঁচের এ লুকে ছিমছাম সাজে থেকেছেন তিনি।
সফট ব্রাউন স্মোকি আইস আর গাঢ় আইলাইনারে নীতার মেকআপ এদিন এককথায় ছিল ‘ফ্ললেস’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।