লাইফস্টাইল ডেস্ক : নখে সাদা দাগ কেন থাকে – আমাদের শরীরের তথা হাতের একটি গুরুত্ব পূর্ণ অংশ নখ ৷ কিন্তু মাঝে মধ্যেই আম’রা দে’খতে পাই নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে৷ অনেকেই বলেন, শরীরে ক্যালসিয়ামের অভাব নখে সাদা দাগ হয় ৷
আর তাতেই আমরা ভয় পেয়ে যাই৷ কিন্তু সত্যিই কি ভয়ের কিছু রয়েছে? চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম ‘punctate leukonychia’ অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয় নখে ধাক্কা বা চোট লাগলে৷ তবে এই আঘা’ত যে খুব গু’রুতর নাও হতে পারে৷
টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে৷ আ’সলে এই সাদা দাগগুলো হল নখের ক্ষ’তিগ্রস্ত কোষ৷
কিন্তু আপনার নখটি যদি পুরো সাদা হয়ে যায় তাহলে তা গু’রুতর হতে পারে৷ কারণ পুরোপুরি সাদা নখ শ’রীরের অন্য কোন বড় স’মস্যার জা’নান দিতে পারে৷ যেমন-লিভার স’মস্যা, কিডনী স’মস্যা অথবা হার্টের স’মস্যা৷
এছাড়া যখন এই সাদা দাগগুলো সারি দিয়ে থাকে তখন তা র’ক্তে প্রোটিনের স্বল্পতাকেই ই’ঙ্গিত করে৷ তাই সাদা দাগ যদি পুরো নখ জুড়ে থাকে তাহলে অবশ্যই চিকি’ৎসকের প’রামর্শ নিন৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।