বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : একসময় সাধারণ মানুষের পছন্দের ফোন ছিল ‘নোকিয়া’। তবে ধীরে ধীরে স্মার্টফোনের রমরমা বেড়ে যাওয়ার পর এই সংস্থার জনপ্রিয়তা অনেকটাই কমে যায়। যেহেতু তারা খুব ভালো স্মার্টফোন অফার করতে পারেনি সে কারণেই এই অবস্থা হয়েছিল।
তবে ধীরে ধীরে নিজের জায়গা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর হয়েছে এই সংস্থা। তাইতো তারা নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ‘নোকিয়া জোকার লাইট’। আজ আমরা এই ফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেবো।
এতে থাকছে ৬.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। যা কর্নিং গরিলা গ্লাস-সহ আসবে। স্ন্যাপড্রাগন ৮ প্লাসের প্রসেসর, সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ১২ এর অপারেটিং সিস্টেম। ৮ জিবি এবং ১২ জিবির র্যামের পাশাপাশি ১২৮ জিবি, ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ। ৪ টি ক্যামেরার সেটআপ।
প্রাইমারী ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, এছাড়া ২০ মেগাপিক্সেল, ১৬ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেলের অন্যান্য ক্যামেরা। সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ৭৬০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারী। সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
দাম- আনুমানিক ২০,০০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।