নড়াইলে পাকুড়িয়া গ্রামের ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার

bacca

জুমবাংলা ডেস্ক : নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ধানখেত থেকে ছয় বছরের শিশু হামিদা খানমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত হামিদা পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে।

bacca

এর আগে ওইদিন (বৃহস্পতিবার) সকালে বাড়ির পাশ থেকে হামিদার পরিবারকে হত্যার হুমকি দেয়া চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার।

পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে হামিদার মা জ্বরে আক্রান্ত ছিলেন। ওইদিন দুপুরে হামিদা মায়ের কাছ থেকে আপেল নিয়ে বাড়ির পাশে সাথীদের সঙ্গে খেলতে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা।

এক পর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশে ধানখেতে হামিদার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। রশি দিয়ে তার হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহ ঢাকা ছিল।

এর আগে বৃহস্পতিবার সকালে হামিদাদের বাড়ির পাশ থেকে হত্যার হুমকি দেয়া চিঠি উদ্ধার করে তার পরিবার। হামিদার পরিবারের সদস্যরা জানান, গত বুধবার রাতে কে বা কারা হামিদাদের বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায়। সেই চিরকুটে (চিঠি) ভুক্তভোগী সাহানুর শেখ এবং তার ভাইয়ের সন্তানদের হত্যার হুমকি দেয়া হয়েছিল। পূর্বশত্রুতার জের ধরে যারা হত্যার হুমকি দিয়েছিল, তারাই হামিদাকে হত্যা করেছে বলে জানিয়েছেন তার পরিবার।

চেষ্টা করলেই ১ মাসেই ফলাতে পারবেন বোম্বাই মরিচ

এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকান্ডটি ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।