বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছর হার্ডওয়্যার কোম্পানি নাথিং তাদের প্রথম স্মার্টফোন ‘নাথিং ফোন-১’ উন্মোচন করে। ফোনটি বেশ সাড়া ফেলেছিল প্রযুক্তিপ্রেমীদের মাঝে। এবার বাজার কাঁপাতে আসছে নাথিং ফোন-২। প্রতিষ্ঠানটির মালিক ওয়ানপ্লাসের সাবেক সহ-প্রতিষ্ঠাতা এবং ওয়ানপ্লাস গ্লোবালের সাবেক পরিচালক কার্ল পেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিভাইসটি চলতি বছরের দ্বিতীয় বা তৃতীয় কোয়ার্টারে বাজারে আসবে। তবে শুরুর দিকে শুধুমাত্র মার্কিন বাজারে ফোনটি পাওয়া যাবে।
এ বিষয়ে কার্ল পেই বলেন, নাথিং মূলত যুক্তরাষ্ট্রের বাজারকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই নাথিং ফোন-২ মার্কিন বাজারেই সর্বপ্রথম উন্মোচিত হবে।
২০২২ সালের জুলাইয়ে নাথিং ফোন-১ বাজারে আসে। বিশ্বের প্রথম ট্রান্সপারেন্ট ফোন, ভেতরে কি রয়েছে তা বাইরে থেকেই দেখা যায়। এ জন্য ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল।
ডুয়েল ন্যানো সিমের নাথিং ফোন ১-এ রয়েছে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষাসহ ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। রেজুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল। ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা রয়েছে।
অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে পরিচালিত ডিভাইসটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস। যার সঙ্গে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সুবিধা রয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সরসহ ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমটি এফ/১.৮৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা দেবে। আর দ্বিতীয়টি এফ/২.২ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনসহ ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সুবিধা দেবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে এফ/২.৪৫ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ক্যামেরা সেন্সর।
ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ১৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং সুবধা। এতে ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্টসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
নাথিং ফোন-১ এর কনফিগারেশন দেখে সহজেই বোঝা যাচ্ছে নতুন ফোনে এরচেয়েও উন্নত ফিচার থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।