Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নতুন বছর নতুন সাজে সাজছে এবারের বাণিজ্য মেলা প্রাঙ্গণ
    জাতীয়

    নতুন বছর নতুন সাজে সাজছে এবারের বাণিজ্য মেলা প্রাঙ্গণ

    Mynul Islam NadimDecember 29, 20245 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : আর মাত্র তিন দিন। সব কিছু ঠিক থাকলে নতুন বছর ২০২৫ সালের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) উদ্বোধন করা হবে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ মেলার উদ্বাধন করবেন। রাজধানীর অদুরে কুড়িল থেকে ১৪ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীনস্ত সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবি যৌথভাবে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৯তম আসর। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

    trade fair

    জানা গেছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর সব প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে আয়োজক সংস্থা ইপিবি এবং অংশগ্রহণকারী বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। এখন চলছে মেলা ও স্টলগুলোর সৌন্দর্য বাড়ানোর শেষ মুহূর্তের কাজ-কর্ম। মেলার সর্বত্রই এখন ব্যস্ততা আর টুকটাক শব্দের আওয়াজ পাওয়া যাচ্ছে। দেশি-বিদেশি উভয় স্টলগুলোয় চলছে শেষ সময়ের ফিনিশিংয়ের কাজ। মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের প্রতিনিধিরা কাজের তদারকি করছেন। তারা জানিয়েছেন, মেলার স্টল বরাদ্দ পেতে কিছুটা সময় দেরি হয়েছে, কিন্তু দ্রুততার সঙ্গে স্টল সাজানোর কাজ করা হচ্ছে।

    এদিকে ইপিবি সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের চেতনা সামনে রেখে আয়োজন করা হচ্ছে এবারের বাণিজ্য মেলা। মেলায় জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে ভিন্ন ভিন্ন নামে তিনটি চত্বর বানানোর কাজ প্রায় শেষ করে এনেছে ইপিবি কর্তৃপক্ষ। এই তিন অস্থায়ী চত্বরের কাঠামো নির্মাণের কাজ শেষ পর্যায়ে। সব কাজ শেষে এবারের মেলা অপরাপর বছরগুলোর তুলনায় দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশ্বাস ইপিবি কর্তৃপক্ষের।

       

    ইপিবি জানিয়েছে, এবারের মেলার মূল ভবনের প্রধান ফটকে থাকবে ‘তারুণ্য চত্বর’, মেলা প্রঙ্গণে অবস্থিত হল বি’র পেছনে থাকবে ‘৩৬শে জুলাই চত্বর’, এছাড়া মেলায় প্রবেশমুখের ঠিক বাম দিকে তৈরি করা হচ্ছে ‘জুলাই চত্বর’। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের সম্মান জানাতে থাকবে ‘শহীদ আবু সাঈদ’ ও ‘মীর মুগ্ধ’ নামে দুটি কর্নার। নির্ধারিত সময়ে মেলা উদ্বোধনের জন্য শ্রমিকরা কাজে ব্যস্ত সময় পার করছেন। মেলার টিকিট কাউন্টার, দর্শনার্থীদের বিশ্রামের জন্য বেঞ্চ, বাউন্ডারির কাজ চলছে। কান পাতলেই চারদিকে হাতুড়ি, ড্রিল মেশিন, ঝালাই মেশিনের শব্দ।

    আয়োজকরা জানিয়েছেন, বাণিজ্য মেলা প্রঙ্গণে এসব চত্বর জাদুঘরের আদলে নির্মাণ করা হচ্ছে। এখানে ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন ছবি, টিভি স্ক্রিনে বিভিন্ন ভিডিও, গ্রাফিতি, ব্যানার, ফেস্টুন মেলার দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রদর্শন করা হবে। বিশেষ করে বিদেশিদের জুলাই আন্দোলন সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টির লক্ষ্যেই এগুলো করা হচ্ছে। তিন চত্বরের মধ্যে তারুণ্য চত্বরের কাজের অগ্রগতি ভালো। শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত এই চত্বরের ৩৭ শতাংশ কাজ শেষ হয়েছে। এ ছাড়া জুলাই চত্বরের বেজমেন্ট ঢালাইয়ের কাজ চলছে এবং ৩৬শে জুলাই চত্বরের কাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব চত্বরে থাকবে মেলায় আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন চমক। তারুণ্যের নেতৃত্বে যে ঐতিহাসিক বিজয় অর্জন হয়েছে সেসব বিষয় থাকবে এই চত্বরে। তারুণ্য চত্বরে থাকবে সামনে এগিয়ে যাওয়ার রূপরেখা। একইসঙ্গে তারুণ্যের শক্তিতে সামনে এগিয়ে যাওয়া, দেশের উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আগামী দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে উন্নত করার বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে এই চত্বরে।

    রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট’র ৫৯তম পরিচালনা পর্ষদ সভা সূত্রে জানা গেছে, প্রথম দিকে ২০২৫ সালের বাণিজ্য মেলা কবে নাগাদ শুরু হবে তা অনেকটাই অনিশ্চিত ছিল। তবে সেই অনিশ্চিয়তা কেটে শুরু হতে যাচ্ছে মেলা।

    ইপিবি জানিয়েছে, বাণিজ্য মেলার এবারের আসরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। সব মিলিয়ে স্টল থাকছে ৩৫০টি। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রফতানির বড় বাজার খোঁজার জন্য কাজ করছে ইপিবি।

    মেলায় সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনী। পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দর্শনার্থীদের ভোগান্তি এড়াতে মেলাকেন্দ্রে বৃহৎ পরিসরে পার্কিং সুবিধা রাখা হচ্ছে। বাণিজ্য মেলার মূল অবকাঠামোর ভেতরে বিভিন্ন প্রসাধনী কোম্পানি, ইলেকট্রনিক অ্যান্ড ফার্নিচার, দেশি-বিদেশি কাপড়ের দোকান রয়েছে।

    মেলার অভ্যন্তরে একটি বিদেশি স্টলে কাজ করছেন পিরোজপুর থেকে আসা শ্রমিক রমিজ উদ্দিন। তিনি বলেন, ‘মাস খানেক ধরে এখানে কাজ করছি। শুরুতে কাজে ধীরগতি থাকলেও এখন দিনরাত কাজ চলছে। সব স্টলের কাজই প্রায় শেষ। আগামী দুই-এক দিনের মধ্যে পুরোপুরি প্রস্তুত হবে মেলার সব স্টল।’

    গত বছরের মতো এবারও মেলায় প্রবেশমূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২৫ টাকা। এ বছর সশরীরে টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও টিকিট ক্রয়ের সুযোগ থাকছে। প্রথমবারের মতো নেওয়া এ উদ্যোগের বিষয়ে ইপিবি জানিয়েছে, এরই মধ্যে ইপিবির ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। ই-টিকিটিং হলে দর্শনার্থীরা মোবাইলে কিউআর কোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবেন। অনলাইনের এ সেবার মাধ্যমে দর্শনার্থীরা যেখান থেকে খুশি অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। দর্শনার্থীদের সুবিধার জন্য এবারও থাকছে বিআরটিসির বাস সার্ভিস। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলা পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বাসগুলো চলাচল করবে।

    দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হতো আগারগাওয়ের শেরেবাংলা নগরের মেলার মাঠে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বিবিসিএফইসিতে। ২০২৪ সালে তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় সেখানেই এবারের বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।

    বিদেশে ছুটি কাটাতে গিয়ে হাসপাতালে অভিনেত্রী

    এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশা করছি নতুন বছরের প্রথম দিন মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হবে। যেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে এনেছে ইপিবি। দেশি বিদেশি কোম্পানিগুলো এবারের মেলায় তাদের উৎপাদিত পণ্যের সমাহার ঘটাবে। আশা করছি আমরাও এবারের মেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যক রফতানি আদেশ পাবো।’

    তিনি জানান, মেলার নিরাপত্তায় ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনী সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    নতুন বছর নতুন সাজে সাজছে এবারের বাণিজ্য মেলা প্রাঙ্গণ
    Related Posts
    নির্বাচন

    আন্তর্জাতিক কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন অনুষ্ঠিত হোক: প্রধান উপদেষ্টা

    September 30, 2025
    আর্থিক অনুদান

    নেত্রকোনায় তারেক রহমানের পক্ষ থেকে ৪৫ মণ্ডপে আর্থিক অনুদান দিলেন সেলিম

    September 30, 2025
    নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি

    জিআই স্বীকৃতি পেলো নেত্রকোনার ‘বালিশ মিষ্টি’

    September 30, 2025
    সর্বশেষ খবর
    শাওমি

    ৭০০০ এমএএইচ ব্যাটারিসহ আসছে শাওমি ১৭ সিরিজ, থাকছে ম্যাজিক ব্যাকস্ক্রিন

    নির্বাচন

    আন্তর্জাতিক কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন অনুষ্ঠিত হোক: প্রধান উপদেষ্টা

    ধৈর্য

    আল্লাহর সাহায্য ও মাগফিরাত পেতে ধৈর্যের গুরুত্ব

    আর্থিক অনুদান

    নেত্রকোনায় তারেক রহমানের পক্ষ থেকে ৪৫ মণ্ডপে আর্থিক অনুদান দিলেন সেলিম

    টিস্যু

    অতিরিক্ত টিস্যু ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি

    Who Is ‘The Voice’s Niall Horan’s Girlfriend?

    Who Is ‘The Voice’s Niall Horan’s Girlfriend? Everything We Know About Amelia Woolley

    Survivor Season 49 Disqualification

    Survivor’s MC Details Unexpected Twist: From Alternate to Contestant

    ট্রাম্প

    অবরুদ্ধ গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প

    fully funded graduate fellowship

    Fully-Funded McDonnell International Scholars Fellowship Opens for 2025-2026

    Joe Burrow injury update

    Joe Burrow Injury Update: When Can Bengals Fans Expect the QB to Return

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.