Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home নতুন সংস্করণে বাজারে এল রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০
প্রযুক্তি ডেস্ক
বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন সংস্করণে বাজারে এল রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০

প্রযুক্তি ডেস্কMynul Islam NadimDecember 20, 20252 Mins Read
Advertisement

রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ পছন্দ করা বাইকারদের জন্য এলো দারুণ সুখবর। মোটোভার্স ২০২৫ ইভেন্টে জনপ্রিয় এই ক্রুজার বাইকের একটি বিশেষ সংস্করণ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই এডিশনটি পাওয়া যাবে আকর্ষণীয় সানড্রনার ওরেঞ্জ রঙে, যা বাইকটিকে আরও উজ্জ্বল ও নজরকাড়া করে তুলেছে।

মিটিওর ৩৫০

রয়্যাল এনফিল্ড জানিয়েছে, বিশেষভাবে ভ্রমণপ্রেমী রাইডারদের কথা মাথায় রেখেই এই সংস্করণটি ডিজাইন করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো এতে এমন কিছু প্রিমিয়াম ফিচার যুক্ত করা হয়েছে, যেগুলো আগে আলাদাভাবে কিনতে হতো। এখন বাইকটিতে ফ্যাক্টরি থেকেই দেওয়া হচ্ছে একটি ডিলাক্স ট্যুরিং সিট, যা দীর্ঘ ভ্রমণে অতিরিক্ত আরাম নিশ্চিত করবে।

এই স্পেশাল এডিশনে থাকছে ট্রিপার নেভিগেশন পড, যা রাইডারকে রুট নির্দেশনা দিতে সক্ষম। বাতাসের চাপ কমানোর জন্য যুক্ত করা হয়েছে একটি ছোট ফ্লাইস্ক্রিন। পাশাপাশি পিলিয়নের আরামের জন্য নতুন ডিজাইনের একটি ব্যাকরেস্ট দেওয়া হয়েছে, যা দীর্ঘ সফরে যাত্রীর ক্লান্তি কমাতে সহায়ক হবে।

বাইকটিকে আরও আধুনিক ও প্রিমিয়াম করে তুলতে এতে রয়েছে এলইডি হেডল্যাম্প, অ্যালুমিনিয়াম টিউবলেস স্পোক হুইল, অ্যাডজাস্টেবল লিভার, স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচ এবং ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জিং পোর্ট। এসব ফিচার মিটিওর ৩৫০-কে দৈনন্দিন ব্যবহার ও লং ট্যুর দুই ক্ষেত্রেই আরও সুবিধাজনক করে তুলেছে।

ইঞ্জিনের দিক থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। এই বিশেষ সংস্করণেও থাকছে পরিচিত ৩৪৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা উৎপাদন করে ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক।

ইঞ্জিনটি ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত, যা শহরের রাস্তা ও হাইওয়ে দুই জায়গাতেই মসৃণ ও আরামদায়ক রাইড নিশ্চিত করে। সাসপেনশন, ব্রেকিং সিস্টেম এবং চ্যাসিস স্ট্যান্ডার্ড মডেলের মতোই রাখা হয়েছে।

দামের ক্ষেত্রে, রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০-এর এই স্পেশাল এডিশনের ভারতে এক্স-শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৮২ রুপি।

সূত্র: অটোকার ইন্ডিয়া

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও ৩৫০ এনফিল্ড এল নতুন প্রযুক্তি বাজারে বিজ্ঞান মিটিওর মিটিওর ৩৫০ রয়্যাল সংস্করণে
Latest News
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.