জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সেখ বশির উদ্দিন। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর থেকেই আলোচনায় তিনি। তার ব্যাকগ্রাউন্ড জানতে কৌতুহলী হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ।
সেখ বশির উদ্দিন মূলত একজন প্রভাবশালী ব্যবসায়ী। আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তিনি। সেখ আকিজ উদ্দিনের সন্তান বশির। তার প্রতিষ্ঠিত ‘আকিজ-বশির গ্রুপ’ বর্তমানে বহুমুখী গ্রুপ হিসেবে ১৮টি অঙ্গপ্রতিষ্ঠান পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিকস, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাস ইত্যাদি।
‘আকিজ-বশির গ্রুপ’ ৩ দেশে কার্যক্রম পরিচালনা এবং ২৫টির বেশি দেশে পণ্য রপ্তানি করে। সেই প্রতিষ্ঠানে ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। উৎপাদনশীলতা ও দীর্ঘস্থায়ী উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এটি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তার নেতৃত্বাধীন সরকারে এরই মধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরো ৪ জন নিয়ে সরকার পরিচালিত হচ্ছে।
তিন উপদেষ্টা যুক্ত হওয়ায় দায়িত্ব কমল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
সবমিলিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা ছিল ২১। এবার নতুন করে যুক্ত হলেন ৩ জন। তাতে উপদেষ্টা পরিষদের আকার বেড়ে দাঁড়ালো ২৪ জনে। উল্লেখ্য, সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরো সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে। শেষমেষ সেটাই হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।