ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল

ঐতিহ্যবাহী নৌকাবাইচ

জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙ্গালী নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এ খেলা উপভোগ করতে নদীর তীরে হাজারো মানুষের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আগত নারী-পুরুষ খেলাটি দেখতে আসে।

ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ এলাকার বাঙ্গালী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম আকন্দ প্রমুখ।

পদ্মায় জেলের জালে ধরা পলো ১১ কেজি ওজনের বোয়াল

প্রধান অতিথি আব্দুল লতিফ প্রধান তাঁর বক্তব্যে বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ খেলায় ঢাক-ঢোলের তালে তালে নদীতে নামানো হয় বেশকিছু নৌকা আর লাল, নীল, হলুদ পোষাকে রঙ্গিন হয়ে ওঠে নৌকা চালকরা। প্রতিযোগিতার মূহূর্তে নদীরে দুই ধারে হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন স্লোগান আর হাতের তালিতে আনন্দ উল্লাসে নৌকা চালকদের উৎসাহ প্রদান করে।