সাইফুল ইসলাম: ঢাকার ধামরাইয়ে ভুয়া এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) পরিচয়দানকারী মো. ফরিদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ধামরাই পৌরশহরের কচমচ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত ফরিদ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়ী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে ধামরাই পৌর এলাকার কচমচ চেকপোস্টে একটি সাদা প্রাইভেটকার থামানো হয়। এ সময় গাড়ি থেকে নেমে ফরিদ নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে একটি পরিচয়পত্র প্রদর্শন করেন। পুলিশ আইডি কার্ডটি যাচাই করে দেখে এটি ভুয়া। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ধামরাইয়ে কর্মরত এনএসআই কর্মকর্তা মো. মোস্তফাকে বিষয়টি জানানো হলে তিনি হেড অফিসে যোগাযোগ করেন। সেখান থেকেও নিশ্চিত করা হয় যে ফরিদের প্রদর্শিত আইডি ভুয়া।
গ্রেপ্তারের পর ফরিদ আলী পুলিশের কাছে দাবি করেন, তার এক বন্ধু ওই পরিচয়পত্র তৈরি করে দিয়েছে। তিনি আরও জানান, বর্তমানে তিনি অনার্সে পড়াশোনা করছেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, “চেকপোস্টে প্রাইভেটকার থামানোর পর ফরিদ নিজেকে এনএসআই হিসেবে পরিচয় দেয়। পরে যাচাইয়ে দেখা যায় পরিচয়টি ভুয়া। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।