সুয়েব রানা, সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলায় আর্তমানবতার কল্যাণে নুরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে যাকাত তহবিল থেকে অনুদান বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১ হাজার করে ১৩০ জন দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
শনিবার (২২ মার্চ) দুপুর ২টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের আব্দুল মুহিত সেন্টারে লন্ডন প্রবাসী ও নুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মানবিক উদ্যোগে এই অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলমের ছোট ভাই লন্ডন প্রবাসী আলমগীর চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়নের সাবেক সদস্য হাফিজ আব্দুল মছব্বির ফরিদ ,বর্তমান সদস্য ফারুক আহমেদ, শরিফুল ইসলাম, মুজিবুর রহমান,নজরুল ইসলাম, সমাজসেবী জামাল আহমদ, আশিক উদ্দিন, মোহাম্মদ কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।
ঈদ উপহার বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
উল্লেখ্য, “নুরা ফাউন্ডেশন” দীর্ঘদিন ধরে অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রবাসে থেকেও স্বদেশের মানুষের কল্যাণে নিয়মিত অবদান রেখে চলেছেন।
নুরা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবায় তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।